Header Ads

সময়মতো রিটার্ন দাখিল না করার শাস্তি ও ঝুঁকি

                              

            

সময়মতো রিটার্ন দাখিল না করার শাস্তি ও ঝুঁকি


        

নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে করদাতাদের নানা শাস্তি ও জটিলতার সম্মুখীন হতে হবে। আয়কর নির্দেশিকা ২০২৫-২৬ অনুযায়ী, দেরি করলে ধারা ২৬৬ অনুসারে জরিমানা, ধারা ১৭৪ অনুসারে কর অব্যাহতির সুবিধা সীমিত হওয়া এবং মাসিক ২ শতাংশ হারে অতিরিক্ত কর প্রদানের বাধ্যবাধকতা আরোপিত হবে।

এছাড়া সময়মতো রিটার্ন জমা না দিলে বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি সার্ভিস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে বেতন ও ভাতা গ্রহণেও জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন করদাতারা।

কর বিশেষজ্ঞদের মতে, এসব সমস্যায় না পড়তে হলে নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন জমা দেওয়া অত্যন্ত জরুরি।

No comments

Powered by Blogger.