রাষ্ট্রপতির পদত্যাগ দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সরব হয়েছে ছাত্র সংগঠন 'দ্য রেড জুলাই'। সংগঠনটি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দীনের পদত্যাগ ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে। এই দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন থেকে 'দ্য রেড জুলাই'র পক্ষ থেকে এই ঘোষণা দেন সংগঠনের সদস্যসচিব মো. সজিব হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন রেড জুলাইয়ের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিদরাতুল মুনতাহা, সংগঠক রোজা, সদস্য শান্ত এবং ঢাকা দক্ষিণের সদস্যসচিব রিদ্ধ।
সংবাদ সম্মেলনে সজিব হোসাইন বলেন, ভিপি নুরের ওপর যে হামলা হয়েছে তা অত্যন্ত উদ্বেগের। প্রাপ্ত তথ্যানুসারে, এই হামলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সরাসরি সম্পৃক্ততা রয়েছে। তিনি আরও বলেন, এই বর্বরতার নেপথ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও রাষ্ট্রপতি দায়ী। তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত।
সংগঠনটি জি এম কাদেরকে 'হাসিনার গৃহপালিত নেতা' আখ্যা দিয়ে তার দ্রুত গ্রেপ্তার এবং জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানায়।
সজিব হোসাইন ঘোষণা দেন, যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ না করেন, তাহলে 'দ্য রেড জুলাই' কঠোর কর্মসূচি ঘোষণা করবে। তিনি দেশের সব জেলায় 'জুলাইযোদ্ধাদের' সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রয়োজনে এমন কঠোর আন্দোলন শুরু হবে যা পুরো দেশকে জাগিয়ে তুলবে।


No comments