Header Ads

ভারতের নতুন নিষেধাজ্ঞা বাংলাদেশের আরও ৪ পণ্যে

                                        

ভারতের নতুন নিষেধাজ্ঞা বাংলাদেশের আরও ৪ পণ্যে



ভারত বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্যের স্থলবন্দর দিয়ে আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার কারণে ভারতের ব্যবসায়ীরা এসব পণ্য স্থলপথে নিয়ে যেতে পারবে না; বরং সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দরের মাধ্যমে রপ্তানি করতে হবে।

সোমবার (১১ আগস্ট) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) এ ধরনের প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নিষিদ্ধ চার ধরনের পণ্যের মধ্যে রয়েছে:
১. পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়,
২. পাটের দড়ি বা রশি,
৩. পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি,
৪. পাটের বস্তা বা ব্যাগ।

সূত্র জানায়, এসব পণ্য ভারতের জন্য বাংলাদেশের রপ্তানির মধ্যে মাত্র প্রায় ১ শতাংশই সমুদ্রপথে পাঠানো হয়; বাকিটা স্থলপথে হয়ে থাকে। তাই এই নিষেধাজ্ঞার ফলে সহজ এবং প্রচলিত রপ্তানি পথ বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) সভাপতি তাপস প্রামাণিক বলেন, ভারত বারবার এমন নেতিবাচক পদক্ষেপ নিচ্ছে যা বাংলাদেশের পক্ষে ক্ষতিকর। তিনি সরকারকে আবারও অনুরোধ করেছেন, যেন বিষয়টি নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার উদ্যোগ নেওয়া হয়।

ভারত কি আলোচনায় বসবে না- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “যখন ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনা করতে পারেন, তাহলে ভারত কেন বাংলাদেশের সঙ্গে বসতে পারবে না?” এছাড়া তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন, পাটপণ্য রপ্তানির জন্য ভারতের বিকল্প বাজার খুঁজে বের করতে।

এর আগে, গত ২৭ জুন ডিজিএফটি বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে কয়েক ধরনের পণ্যের আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছিল। সেই তালিকায় ছিল কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। এবার সেই তালিকায় নতুন করে আরও চার ধরনের পণ্য যুক্ত হলো।

No comments

Powered by Blogger.