Header Ads

মোদির ফোনে জেলেনস্কির সঙ্গে যুদ্ধ সংক্রান্ত আলোচনা

                                                            

মোদির ফোনে জেলেনস্কির সঙ্গে যুদ্ধ সংক্রান্ত আলোচনা




ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছেন। সোমবার জেলেনস্কি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তাদের মধ্যে যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলাপচারিতা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

রাশিয়ার তেল কেনার কারণে যখন ভারত যুক্তরাষ্ট্র থেকে উচ্চ শুল্কের মুখোমুখি, তখন এই ফোনালাপ অনুষ্ঠিত হলো। এমন অবস্থায় কূটনীতিতে এ ধরনের পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে রটেছে যে, আলাস্কায় ট্রাম্প ও পুতিন ইউক্রেন ভাগাভাগি করে যুদ্ধবিরতি আনার চেষ্টা করছেন।

জেলেনস্কি জানান, যুদ্ধবিরতির জন্য শান্তি প্রচেষ্টাকে সমর্থন করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ভারত ইতিবাচক সাড়া দিয়েছে। জেলেনস্কি বলেন, “ভারত আমাদের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করছে এবং মনে করে ইউক্রেন সম্পর্কিত সকল সিদ্ধান্ত ইউক্রেনের অংশগ্রহণে হওয়া উচিত। অন্য কোনো ফরম্যাট থেকে ফলাফল আসবে না।”

উত্তরে প্রধানমন্ত্রী মোদি বলেন, তিনি জেলেনস্কিকে ভারতের যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন। মোদি এক্স-এ লিখেছেন, “সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব সম্পর্কে ভারতের ধারাবাহিক অবস্থান আমি জানিয়েছি। ভারত এই ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের অবদান রাখতে এবং ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

No comments

Powered by Blogger.