Header Ads

ডাকসুর নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে সরব সাদিক কায়েম

                         

ডাকসুর নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে সরব সাদিক কায়েম



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে নারী প্রার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ট্যাগিং ও অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রশিবির-সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টা ২৪ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ডাকসু নির্বাচনকে সামনে রেখে অনলাইনে নতুন করে প্রোপাগান্ডা শুরু হয়েছে। পরিকল্পিতভাবে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে ট্যাগিং, মিথ্যাচার, অপপ্রচার, চরিত্রহনন ও অসম্মানজনক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষত নারী প্রার্থীদের লক্ষ্য করে এ ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে, যা শুধু নৈতিকভাবে নিন্দনীয় নয়, বরং রাজনীতির সুস্থ ধারা ও শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধের পরিপন্থি।

সাদিক কায়েম বলেন, “আমাদের বিশ্বাস, জুলাই-পরবর্তী সময়ে রাজনীতিতে স্বাস্থ্যকর প্রতিযোগিতা উৎসাহিত হওয়া উচিত। শিক্ষার্থীদের কল্যাণে প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক সৌন্দর্যের অংশ এবং গণতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক বহিঃপ্রকাশ। তবে সে প্রতিদ্বন্দ্বিতা হতে হবে ভ্রাতৃত্ব, যুক্তি, নীতি ও ন্যায্যতার ভিত্তিতে—ঘৃণা, মিথ্যাচার বা চরিত্রহননের মাধ্যমে নয়। তাই এ ধরনের নোংরা ও অনৈতিক কর্মকাণ্ড পরিহার করা জরুরি।”

তিনি আরও আহ্বান জানান, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সারা দেশের সচেতন নাগরিকরা আসুন আমরা সবাই অনলাইন বুলিং, কটূক্তি ও কুৎসা রটনা থেকে বিরত থাকি। রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যকে প্রাধান্য দিই।”

সাদিক কায়েমের ভাষ্যে, “আমরা এমন একটি সহনশীল রাজনৈতিক সংস্কৃতি চাই, যেখানে মতের ভিন্নতা থাকবে, কিন্তু বৈরিতা থাকবে না; প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু শত্রুতা থাকবে না। এভাবেই নতুন রাজনীতির যাত্রা শুরু হয়েছে, এবং আমরা কোনোভাবেই এই পথচলা থামাব না।

No comments

Powered by Blogger.