Header Ads

লন্ডন থেকে আশীর্বাদ নিয়ে ফিরেছেন তামিম, নামছেন বিসিবি নির্বাচনে

                                 
                                                       

লন্ডন থেকে আশীর্বাদ নিয়ে ফিরেছেন তামিম, নামছেন বিসিবি নির্বাচনে


মাহবুবুল আনাম বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না—এ খবর প্রকাশ পাওয়ার পরই সভাপতি হওয়ার লড়াইয়ের সমীকরণ বদলে গেছে। অক্টোবর মাসেই নির্বাচনের কথা রয়েছে। তার সরে দাঁড়ানোর পর সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম। এর পাশাপাশি রাজনৈতিক মহল থেকেও কিছু নাম আলোচনায় আছে। তবে এ সময়ে নির্বাচন আয়োজন কঠিন হতে পারে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হলে অ্যাডহক কমিটি গঠনের সম্ভাবনাই বেশি।

নির্বাচন হলে আবারও আমিনুল ইসলাম সভাপতি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে বিসিবির প্রচলিত প্রক্রিয়া এবার মানা হবে না বলেই ধারণা করা হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর তৈরি করে অন্যদের চাপ দেওয়া হতে পারে আমিনুলকে সমর্থন করার জন্য। প্রথমে কিছু না বললেও পরে নিজেকে সভাপতি পদে আগ্রহী হিসেবে প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি এসিসির সভায় ভারতীয় বোর্ডের সঙ্গে টানাপোড়েনে জড়িয়ে বুঝেছেন, আইসিসিতে চাকরি পাওয়ার সম্ভাবনা তার জন্য কমে গেছে।

মাহবুবুল আনামের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, পরিবার থেকে মনে করা হচ্ছে—তার আর বিসিবিতে থাকার প্রয়োজন নেই। এখানে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নেই, তাই সম্মান বজায় রাখতে তিনি আর প্রার্থী হচ্ছেন না।

অন্যদিকে, সরিয়ে দেওয়া হলেও ফারুক আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। তার হাতে রয়েছে কয়েকটি ক্লাব, এবং অনেক পরিচালকও তাকে সমর্থন করবেন বলে আশা করা হচ্ছে। তবে তিনি অপেক্ষা করছেন রাজনৈতিক সমর্থনের জন্য।

প্রার্থীদের তালিকায় রয়েছেন তামিম ইকবালও। একটি সূত্র জানিয়েছে, তিনি সম্প্রতি লন্ডন সফর শেষে এক রাজনৈতিক নেতার সমর্থন নিয়ে ফিরেছেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ১৭১ জন কাউন্সিলরের মধ্যে ঢাকার ক্লাব থেকেই আসে ৭৬ জন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জনই ক্লাব ক্রিকেট থেকে নির্বাচিত। ঢাকার অধিকাংশ ক্লাব কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নিয়ন্ত্রণে, যারা প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করে ক্লাব চালান।

এর আগে দক্ষ সংগঠক সৈয়দ আশরাফুল হকের নাম আলোচনায় ছিল। তবে টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উদযাপনে আমন্ত্রণ না পাওয়ায় বোঝা গেছে, তিনি আর সম্ভাব্য প্রার্থীর তালিকায় নেই।

একটি বড় অংশের ধারণা—এবার নির্বাচন হবে না। অন্তত কিছুদিন অ্যাডহক কমিটির মাধ্যমেই বোর্ড পরিচালিত হবে। সূত্রমতে, সেই কমিটিতে বর্তমান পরিচালকদের মধ্যে জায়গা পাচ্ছেন শুধু ফাহিম সিনহা। বাকিদের রাখা হয়নি। জানা গেছে, ফাহিম সিনহার ঘনিষ্ঠজন একজন উপদেষ্টা হওয়ায় তাকেই বেছে নেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.