Header Ads

এক বছরে বিএনপির আয় বেড়েছে সাড়ে ১৪ কোটি টাকা

  
                                   

এক বছরে বিএনপির আয় বেড়েছে সাড়ে ১৪ কোটি টাকা



বিএনপির আয় এক বছরে বেড়েছে ১৪ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ৬৯১ টাকা। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া ২০২৪ সালের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) আয়-ব্যয়ের অডিট প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোববার (২৭ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের কাছে দলের আর্থিক হিসাব জমা দেন।

রিজভী জানান, ২০২৪ সালে বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা।

এর আগে ২০২৩ সালে দলটি ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা আয় এবং ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা ব্যয় দেখিয়েছিল। ফলে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে দলের আয় বেড়েছে ১৪ কোটি ৫৫ লাখ টাকার বেশি।

অন্যদিকে, ২০২২ সালে বিএনপির আয় ছিল ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা এবং ব্যয় ছিল ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।

No comments

Powered by Blogger.