Header Ads

আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন, রানওয়েতে যাত্রীদের হুড়োহুড়ি

 
                    

আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন, রানওয়েতে যাত্রীদের হুড়োহুড়ি




যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে আগুন ধরে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে জরুরি স্লাইড ব্যবহার করে বেরিয়ে দৌড়ে নিরাপদ স্থানে যান। স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

বিমানটি ডেনভার থেকে মিয়ামির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইট নম্বর ছিল ৩০২৩, যা একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের। এতে ১৭৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। আগুন লাগার পর সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়। আগুন ও ধোঁয়া দেখা দেওয়ার পরপরই ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সময় পাঁচ যাত্রীকে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়। তবে তাদের হাসপাতালে পাঠানোর প্রয়োজন হয়নি। শুধু একজনকে গেটে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সামান্য আঘাত নিয়ে হাসপাতালে নেওয়া হয়।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি সেবার বাইরে রাখা হয়েছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পাঠানো হচ্ছে। সংস্থাটি এ ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং ফ্লাইট ক্রুদের পেশাদারিত্বের প্রশংসা করেছে।

ঘটনাটি এখন মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর তদন্তাধীন। এদিকে, ঘটনার পর বিকেল ৩টা পর্যন্ত ডেনভার বিমানবন্দরে ফ্লাইট চলাচলে গ্রাউন্ড স্টপ জারি করা হয়। এতে প্রায় ৯০টি ফ্লাইট বিলম্বিত হয়, তবে পরে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।

No comments

Powered by Blogger.