Header Ads

বিশ্বে মুসলিম জনসংখ্যায় শীর্ষে থাকবে ভারত

 

                                 
বিশ্বে মুসলিম জনসংখ্যায় শীর্ষে থাকবে ভারত

বিশ্বব্যাপী দ্রুতগতিতে বাড়ছে মুসলিম জনসংখ্যা। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ, যা অন্য যেকোনো ধর্মীয় গোষ্ঠীর তুলনায় অনেক বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রবণতা ভবিষ্যতে আরও ব্যাপক হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মুসলিম জনসংখ্যার দ্রুততম বৃদ্ধি ঘটছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে। বিশেষ করে ভারত, যেখানে মুসলমানদের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে, যদিও এটি ঐতিহাসিকভাবে হিন্দু-সংখ্যাগরিষ্ঠ দেশ। এমনকি পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৫ বছরের মধ্যে ভারত বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে, ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে।

২০১০ সালে বিশ্ব জনসংখ্যার ২৩.৯ শতাংশ ছিল মুসলমান। ২০২০ সালে এই হার বেড়ে দাঁড়িয়েছে ২৫.৬ শতাংশে। এই বৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে উচ্চ জন্মহারকে। মুসলিম সমাজে শিশু জন্মহার তুলনামূলকভাবে বেশি, যেখানে মৃত্যুহার তুলনায় কম। যদিও ধর্মান্তরকেও একটি কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে, তবে তার প্রভাব খুবই সামান্য।

পিউ-এর তথ্য অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বে মুসলমানের সংখ্যা ২৮০ কোটিতে পৌঁছাবে। সেই সময়ের মধ্যেই ভারত হবে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ।

ভারতে গত এক দশকে মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১০ সালে ভারতের জনসংখ্যার ১৪.৩ শতাংশ ছিল মুসলমান, যা ২০২০ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৫.২ শতাংশে। এই সময়ের মধ্যে দেশটিতে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ৩ কোটি ৫৬ লাখ। বিশ্লেষণে বলা হয়েছে, এ বৃদ্ধির প্রধান কারণ হলো তুলনামূলকভাবে বেশি প্রজননহার। ধর্মান্তরের হার এখানে খুব কম।

অন্যদিকে, বিশ্বব্যাপী হিন্দু জনসংখ্যাও কিছুটা বেড়েছে। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে হিন্দুদের সংখ্যা বেড়েছে প্রায় ১২ শতাংশ, যা বৈশ্বিক গড় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০২০ সালে বিশ্বে হিন্দু জনসংখ্যা ছিল আনুমানিক ১২০ কোটি, যা মোট জনসংখ্যার ১৪.৯ শতাংশ। তবে ভারতে হিন্দুদের অনুপাত কিছুটা কমেছে—২০১০ সালের ৮০ শতাংশ থেকে ২০২০ সালে তা নেমে এসেছে ৭৯ শতাংশে।

প্রতিবেদনে অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর অবস্থাও তুলে ধরা হয়েছে। দেখা গেছে, ২০১০ সালে খ্রিস্টান জনসংখ্যা ছিল ২১৮ কোটি, যা ২০২০ সালে বেড়ে হয়েছে ২৩০ কোটি। তবে বিশ্ব জনসংখ্যায় খ্রিস্টানদের শতকরা অংশ কমে গেছে—৩০.৬ শতাংশ থেকে ২৮.৮ শতাংশে।

বৌদ্ধ জনসংখ্যা একই সময়ে উল্লেখযোগ্য হারে কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, এর একটি বড় কারণ হলো চীনের দীর্ঘদিনের কঠোর জন্মনিয়ন্ত্রণ নীতি, কারণ বৌদ্ধদের একটি বড় অংশ চীনে বাস করে।

সবকিছু মিলিয়ে পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণ বলছে, বৈশ্বিক জনসংখ্যায় ধর্মীয় ভারসাম্যে একটি বড় পরিবর্তন আসছে। বিশেষ করে মুসলমানদের লাগাতার সংখ্যা বৃদ্ধি ভবিষ্যতের ভূরাজনীতি ও সমাজ কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলবে বলে গবেষকরা মনে করছেন।

No comments

Powered by Blogger.