আদালতে মুখ ঢাকলেন অপু বিশ্বাস, পেছনে কী কারণ?
চিত্রনায়িকা অপু বিশ্বাস বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রোববার (১৩ জুলাই) তিনি মুখে মাস্ক পরে আদালতে হাজির হন।
এ নিয়ে প্রশ্ন উঠেছে—কেন তিনি মুখ ঢেকে আদালতে গিয়েছিলেন। জানা গেছে, আদালত চত্বরে কোনো তারকা গেলে ভিড় ও বিশৃঙ্খলার আশঙ্কা থাকে। এমন পরিস্থিতি এড়াতেই অপু বিশ্বাস বোরকা পরে আদালতে যান।
‘লাভ ম্যারেজ’ খ্যাত এই নায়িকা বলেন, “আদালতে সব সময় মানুষের ভিড় থাকে। তারকা উপস্থিত হলে কৌতূহলী মানুষের সংখ্যা আরও বেড়ে যায়। এতে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকে।”
অপু জানান, শুরুতে কেউ তাকে চিনতে পারেননি। তবে কিছুক্ষণ পর চিনলেও ততক্ষণে তার প্রয়োজনীয় কাজ শেষ হয়ে যায়। তিনি আরও বলেন, কেবল আদালতেই নয়, কখনও কখনও বাসার বাইরে যাওয়ার সময়ও আশপাশের পরিস্থিতি বিবেচনা করে বোরকা পরেন।
এর আগে, একই মামলায় গত ১৮ মে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার গ্রেপ্তার ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে ২০ মে তিনি জামিন পান।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ ১৭ জন তারকাকে আসামি করা হয়। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনকেও আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, এসব তারকা বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং আওয়ামী লীগের অর্থায়নে আন্দোলন দমন কাজে সহায়তা করেছেন।
No comments