Header Ads

ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটে গণশিক্ষা উপদেষ্টার গাড়ি

             
                 

ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটে গণশিক্ষা উপদেষ্টার গাড়ি




ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ এলাকায় তীব্র যানজটে পড়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের গাড়ি। শুক্রবার (গতকাল) সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হতে তাঁর সময় লাগে প্রায় দুই ঘণ্টা।

সূত্র জানায়, উপদেষ্টা সরকারি সফরে হবিগঞ্জ যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটারজুড়ে যানজট ছিল। ধীরগতির উন্নয়নকাজ, খানাখন্দে ভরা সড়ক এবং অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে প্রতিদিনই সেখানে যানজট দেখা দিচ্ছে। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে ভিআইপিদেরও।

সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে পৌঁছান উপদেষ্টা। কিছু সময় বিশ্রামের পর সরকারি প্রটোকলসহ তিনি হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন বেলা ১১টায়। তখনই সৈয়দ নজরুল ইসলাম সেতু ও শাহবাজপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটারজুড়ে যানজট শুরু হয়। উপদেষ্টার গাড়ি সাড়ে ১১টায় সেতুর ভৈরব প্রান্তে প্রবেশ করে এবং দুপুর দেড়টায় এক কিলোমিটার দীর্ঘ সেতু পেরিয়ে আশুগঞ্জ প্রান্তে পৌঁছায়।

বিকেল সাড়ে ৫টায়ও আশুগঞ্জ থেকে সরাইলের কুট্টাপাড়া পর্যন্ত যানজট অব্যাহত ছিল। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করলেও কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেন—রাত ১০টার মধ্যে যদি যানজট পুরোপুরি না কমানো যায়, তবে গভীর রাতে ট্রাক ও নৈশকোচের চাপ বাড়ায় তা আরও তীব্র হতে পারে।

উপদেষ্টার গাড়িতে থাকা এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, যানজট পরিস্থিতি ও মহাসড়কের দুরবস্থার বিষয়ে উপদেষ্টা অবগত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে সংশ্লিষ্টরা জানাচ্ছেন, আশুগঞ্জ-আখাউড়া মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ধীরগতির কাজের কারণে নিয়মিত এই যানজট তৈরি হচ্ছে। বিশেষ করে আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তায় অধিকাংশ জায়গা এক লেনে সীমিত। বৃষ্টির কারণে আরও তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। পাশাপাশি মহাসড়কে চলছে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকসহ বিভিন্ন ছোট যানবাহন, যা যানজট বাড়িয়ে তুলছে।

যাত্রীদের দুর্ভোগও ছিল চরম। রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে বন্ধুর সঙ্গে শ্রীমঙ্গল যেতে যাওয়া মাসুদ রানা জানান, রাত ১২টা ৩০ মিনিটে বাসে উঠেছিলেন, আর আশুগঞ্জে পৌঁছান সকাল ৮টার দিকে। এরপর বেলা সাড়ে ১১টায় বাস থেকে নেমে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আরেক যাত্রী কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে পরিবার নিয়ে কুমিল্লা বেড়াতে রওনা হন মাইক্রোবাসে। দুলাল মিয়ার পরিবার দুপুর ২টা পর্যন্ত আশুগঞ্জ অতিক্রম করতে পারেননি। তাঁর স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, "জীবনে আর বেড়ানোর নাম নেব না।"

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, মহাসড়কে বড় বড় গর্ত, অসচেতন চালক, এবং বিভিন্ন ধরনের যান চলাচলের কারণে প্রায়ই যানজট দেখা দেয়। তিনি জানান, হাইওয়ে ও জেলা পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। বিকেল সাড়ে ৫টার সময়ও আশুগঞ্জ থেকে কুট্টাপাড়া পর্যন্ত যানজট ছিল বলে জানান তিনি। রাত ১০টার মধ্যে তা নিরসন না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

আশুগঞ্জ-আখাউড়া মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্যাকেজ-১ এর প্রকল্প ব্যবস্থাপক (পিএম) শামীম আহমেদ বলেন, মহাসড়কের কিছু অংশ এখনো নতুনভাবে নির্মিত হয়নি। এসব জায়গায় রাস্তার ভিত্তি না থাকায় টেকসই মেরামত সম্ভব হচ্ছে না। তবে সরাইল অংশে ইট ফেলে কিছু জায়গা মেরামত করা হয়েছে, এবং আশুগঞ্জ অংশে আজ (শনিবার) মেরামত করা হবে। তিনি আরও জানান, প্রকল্প সংশ্লিষ্ট কিছু সমস্যা নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। সমস্যা সমাধান হলে দ্রুত কাজ শুরু হবে। বৃষ্টি কমলে যানজটও কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

No comments

Powered by Blogger.