এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ১২৮৫ পেয়েছে নিবিড়
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নিবিড় কর্মকার। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে সে ১৩০০ নম্বরের মধ্যে পেয়েছে ১২৮৫, যা এ বছরের অন্যতম সেরা ফলাফল। যদিও বোর্ড থেকে মেধাতালিকা প্রকাশ করা হয়নি, তবে অনেকের মতে এটি চলতি বছরের সর্বোচ্চ নম্বর।
নগরীর আন্দরকিল্লা এলাকায় একটি ভাড়া বাসায় থাকে নিবিড়ের পরিবার। তার বাবা জীবন কর্মকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মা রিপা রায় একজন গৃহিণী। পড়ালেখার পাশাপাশি নিবিড়ের আঁকাআঁকির হাতও বেশ ভালো, নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছে অনেক পুরস্কার।
নিবিড়ের বাবা জীবন কর্মকার কালবেলাকে বলেন, “এটা আমাদের জন্য অনেক আনন্দের খবর। প্রতিটি মা-বাবাই এমন সাফল্যের স্বপ্ন দেখেন। স্কুলের টেস্ট পরীক্ষায় ও খুব ভালো করেছিল। তখন শ্রেণিশিক্ষক বলেছিলেন, নাসিরাবাদ স্কুলের ইতিহাসে এমন নম্বর কেউ কখনো পায়নি। তখনই বুঝেছিলাম, কিছু ভালো হতে যাচ্ছে।”
শুধু স্কুলের পরীক্ষাই নয়, নিবিড় চট্টগ্রামের বেশ কিছু নামী কোচিং সেন্টারের মডেল টেস্টেও অংশ নিয়েছে এবং প্রায়ই প্রথম বা দ্বিতীয় হয়েছে। বাবা জানান, এসব কোচিংয়ে শহরের অনেক মেধাবী শিক্ষার্থী থাকে, সেখানে সবার সেরা হওয়াটা সহজ নয়। তখন থেকেই তারা বিশ্বাস করতেন যে নিবিড় বোর্ডে সেরা কয়েকজনের একজন হবে।
তবে এই সাফল্যের পেছনে কোনো চাপ ছিল না। জীবন কর্মকার বলেন, “ওকে কখনোই জোর করিনি। ও নিজের মতো করে পড়েছে। কখনো পড়েছে, কখনো গেম খেলেছে। এমনকি পরীক্ষার সময়ও মোবাইল গেম খেলেছে। আমরা শুধু ওর পাশে ছিলাম।”
নিজেও নিবিড় কালবেলাকে জানায়, দিনে গড়ে ছয় থেকে সাত ঘণ্টা পড়ত, তবে পুরো মনোযোগ দিয়ে। তার ভাষায়, “সময় যত কমই হোক, যখন পড়তাম, মন দিয়ে পড়তাম।”
মা রিপা রায় বলেন, “ওর ওপর কোনো সময় চাপ দিইনি। ও নিজেই আগ্রহ দেখিয়েছে। আমরা শুধু পাশে থেকেছি। লেখাপড়ার পাশাপাশি রচনা প্রতিযোগিতা, অলিম্পিয়াড—সব জায়গাতেই ও অংশ নিয়েছে।”
নিবিড়ের এই অসাধারণ সাফল্যে তার স্কুলের শিক্ষকরা দারুণ খুশি। ফলাফল ঘোষণার পর তারা ফুল নিয়ে তার বাসায় গিয়ে অভিনন্দন জানান। শিক্ষকদের মতে, নিবিড়ের মতো মনোযোগী ও পরিশ্রমী শিক্ষার্থী পাওয়া খুবই বিরল।
No comments