Header Ads

সংসদ নির্বাচন আটকানোর ক্ষমতা কারও নেই

           

সংসদ নির্বাচন আটকানোর ক্ষমতা কারও নেই


  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। শনিবার (৫ জুলাই) বিকেলে ঢাকার কেরানীগঞ্জে দক্ষিণ উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, “নির্বাচন হবেই, কারণ নির্বাচন আটকানোর ক্ষমতা কারও হাতে নেই—যদি আমরা রাজপথে নামি। অনেকে বলে আমরা ১৬ বছরে কিছুই করতে পারিনি। তাদের বলি, এখন আমরা ১৬ দিনেই তা দেখিয়ে দিতে পারি। তবে আমরা তা দেখাতে চাই না। একজন ভদ্রলোক ওয়াদা করেছেন, তিনি সঠিক সময়ে নির্বাচন দেবেন—এই আশায় আমরা ধৈর্য ধরছি।”

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, “শিক্ষা ও স্বাস্থ্য খাত জামায়াতের দখলে। সেখানে আর কারও জায়গা নেই। আবার অনেকে বলে ভারতের দালাল। আমি বলি, যারা ভারতের দালালি করে তারাই প্রকৃত দালাল। যারা নির্বাচন চায় না, সংস্কারের কথা বলে—তারা আসলে ভারতের দালাল। তারাই গোপনে আওয়ামী লীগের জঘন্য লোকদের নিজেদের দলে টেনে নিচ্ছে।”

সমাবেশে গয়েশ্বর আরও বলেন, “কেরানীগঞ্জকে মাদক ও অস্ত্রমুক্ত করতে উন্নয়নের একটি বড় পরিকল্পনা প্রণয়ন করছি।”

কেরানীগঞ্জ দক্ষিণের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে “যথাসময়ে সংস্কার ও দ্রুত নির্বাচনের” দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।

দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, “জনগণ সুষ্ঠু নির্বাচন চায়, ভোটাধিকার চায়। এটা আর দাবি নয়—এখন আদায়ের সময়। এবার গড়িমসি চলবে না।”

সমাবেশটি সঞ্চালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বক্তারা সমাবেশে উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়কে ভোট দিয়ে জয়যুক্ত করতে।

No comments

Powered by Blogger.