Header Ads

আজ রক্তের দরকার নেই, দয়া করে কাল এসে দিন

                       

আজ রক্তের দরকার নেই, দয়া করে কাল এসে দিন


                 


জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মারুফুল ইসলাম এক ভিডিও বার্তায় জানিয়েছেন, আহতদের জন্য আজ রক্তের প্রয়োজন নেই। তিনি সবাইকে অনুরোধ করে বলেন, “রক্ত দিতে হলে আগামীকাল (মঙ্গলবার) সকাল ৮টার পর আসুন। অপ্রয়োজনীয় ভিড় কমিয়ে আমাদের সহায়তা করুন।”

সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ভিডিও বার্তায় তিনি আরও বলেন, “আপনারা যত বেশি আসবেন, সংক্রমণের ঝুঁকি তত বাড়বে। আহত বাচ্চাদের প্রতি ভালোবাসা থেকেই বলছি—দয়া করে একান্ত প্রয়োজন ছাড়া হাসপাতালে আসবেন না। আজ রক্ত নেওয়া হবে না, কারণ প্রথম ২৪ ঘণ্টায় আমরা সাধারণত রক্ত দিই না। ভুল তথ্য ছড়াবেন না।”

এর আগে বিমান দুর্ঘটনায় আহতদের রক্ত দিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে আসেন সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। কেউ কেউ হ্যান্ড মাইকে বিভিন্ন রক্তের গ্রুপ ডেকে ডেকে খুঁজছিলেন। অনেকেই রক্তদাতাকে দ্রুত ব্লাড ব্যাংকে পৌঁছে দিচ্ছিলেন। কেউ হেঁটে, কেউ রিকশায় করেও হাসপাতালে ছুটে এসেছেন। জানা গেছে, নেগেটিভ রক্তগ্রুপগুলোর চাহিদা তুলনামূলক বেশি ছিল। তবে মানুষের ব্যাপক সাড়া এই সংকটে আশার আলো দেখিয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটিতে পড়ে (বিস্তারিত তদন্তে জানা যাবে)। দুর্ঘটনা থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম সর্বাত্মক চেষ্টা করেন বিমানটি জনবসতিহীন এলাকায় সরিয়ে নিতে।

তবে দুর্ভাগ্যজনকভাবে বিমানটি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় শেষ খবর অনুযায়ী পাইলটসহ ২০ জন নিহত হয়েছেন এবং অন্তত ১৭১ জন আহত হয়েছেন।

No comments

Powered by Blogger.