Header Ads

গণঅভ্যুত্থানের প্রধান নেতৃত্বে ছিলেন তারেক রহমান

                                        
                          

গণঅভ্যুত্থানের প্রধান নেতৃত্বে ছিলেন তারেক রহমান




বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে। এতে বিএনপির নেতাকর্মীদের অবদান আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ এই গণঅভ্যুত্থানের মূল নায়ক ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর বুদ্ধিদীপ্ত নেতৃত্ব ও সঠিক নির্দেশনার কারণেই এই আন্দোলন সফল হয়েছে।

তিনি আরও বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের হাল ধরবে বিএনপি। সেই লক্ষ্য পূরণে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এই কর্মসূচির বাস্তবায়নের মধ্য দিয়েই বিএনপি একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধতার অংশ হিসেবে মো. খলিলুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। বুধবার (৩০ জুলাই) বিকেলে জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে জামিরন নেছা টেক্সটাইল ইনস্টিটিউটের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। সভাপতিত্ব করেন ইটাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন।

মো. খলিলুর রহমান বলেন, “ফ্যাসিবাদ পরবর্তী যে বাংলাদেশ আমরা পেয়েছি, তা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। দীর্ঘ ১৭ বছর ধরে জামালপুরে নেতৃত্ব দিয়ে আসছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তাঁর হাতকে আরও শক্তিশালী করতে হবে। আমি বিশ্বাস করি, আসন্ন জাতীয় নির্বাচনে সবাই তাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহম্মেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৯নং রানাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি পন্ডিত মিয়া, ইটাইল ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোহসীনুল হক বাদশা, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল রানা, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি চাঁন মিয়া মেম্বার এবং যুবদল নেতা কামরুজ্জামান আশিক প্রমুখ।

No comments

Powered by Blogger.