বুক-পিঠ বলে তোমাদের কিছু নেই: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “দেশে নানা সংকট থাকা সত্ত্বেও আমরা ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছি। কারণ, এই সরকার শেখ হাসিনার মতো বিদেশে অর্থ পাচার করবে না।
আজ মঙ্গলবার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই–আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১০ পরিবারের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির পক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ থেকে প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।
রিজভী বলেন, “জনগণের সেন্টিমেন্ট ও রায় বুঝে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।” তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের উদারতায় দু-একটি ইসলামি দল রাজনীতি করার সুযোগ পেয়েছে। এখন আপনারা তারেক রহমান ও বিএনপিকে টার্গেট করছেন। বুক-পিঠ বলে আপনাদের কিছু নেই। তারেক রহমানকে নিয়ে অপপ্রচার বন্ধ না করলে এর পরিণতি আপনাদেরই ভোগ করতে হবে।”
ইসলামি দলগুলোর সমালোচনা করে রিজভী বলেন, “ইসলামের নামে কারা সুযোগ নিচ্ছে, তা জনগণ জানে। ইউটিউব ও সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যাঁরা মিথ্যাচার করছে, তাদেরও সবাই চিনে ফেলেছে।” তিনি নেতা–কর্মীদের কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান।
সরকারের উদ্দেশে তিনি বলেন, “আমরা ১৬ বছর ধরে সংগ্রাম করছি। ভোটাররা ভোট দিতে পারেননি। তাহলে এতদিনেও নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে না কেন? জনগণ চায়—আইনের শাসন, ন্যায়বিচার এবং অবাধ, সুষ্ঠু নির্বাচন।”
ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এ ঘটনায় জড়িতদের শুধু দল থেকে বহিষ্কারই নয়, তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমান গত ১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যে পটভূমি তৈরি করেছেন, তার ভিত্তিতেই জুলাই আন্দোলন হয়েছে। এখন যখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, তখন দলীয় নেতাকর্মীরা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, জেলা সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, শফিকুল ইসলাম, হাসিবুর রহমান (হাসিব), সাইফুর রহমান (রানা) প্রমুখ।
No comments