মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের দায় সরকার ও বিএনপি—উভয়কেই নিতে হবে
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, এ ঘটনার দায় সরকার এবং বিএনপিকে একযোগে নিতে হবে।
শুক্রবার (১১ জুলাই) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, "চকবাজারে যে বর্বরতা ঘটেছে, তা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। বিএনপির মধ্যে এই ধরনের নৃশংসতা যেভাবে জন্ম নিয়েছে, তার দায় তারা এড়াতে পারে না। এই হত্যাকাণ্ডের দায়িত্ব বিএনপিকেই বহন করতে হবে।"
তিনি আরও বলেন, "গত বছরের জুলাইয়ের ঘটনার পর থেকে দেশের নানা স্থানে যেসব বর্বর ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, তাতে বারবার বিএনপির নাম উঠে এসেছে। চাঁদাবাজি, সন্ত্রাস, খুন—এসব অপকর্মে বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্টতা স্পষ্ট।
ইসলামী আন্দোলনের মুখপাত্রের দাবি, “বিএনপি এখন নিয়ন্ত্রণহীন দলে পরিণত হয়েছে। দলটির নেতৃত্ব মুখে শান্তির কথা বললেও বাস্তবে তাদের আচরণ সন্ত্রাসী সংগঠনের মতো। নিজেদের সংগঠনের মধ্যেও গণতন্ত্র নেই, একটিও নির্বাচিত কমিটি নেই। এরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে দেশে আবারও সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে।”
অন্তর্বর্তী সরকারের দিকেও অভিযোগ তুলেছেন গাজী আতাউর রহমান। তিনি বলেন, “সরকারের পক্ষপাতদুষ্ট আচরণ ও ব্যর্থতা স্পষ্ট। তারা আগেভাগেই বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এমনকি চাঁদাবাজদের বিরুদ্ধেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে প্রশ্ন উঠেছে, লন্ডন বৈঠকে কোনো গোপন সমঝোতা হয়েছে কি না।
তিনি আরও বলেন, “বিএনপির এই বর্বর ও সন্ত্রাসী চক্র যদি বহাল থাকে, তাহলে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া অসম্ভব হয়ে পড়বে। রাজনৈতিক দলগুলোর উচিত এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে একত্রে রুখে দাঁড়ানো।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই হত্যাকাণ্ডসহ সব সাম্প্রতিক নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাতে হবে। যদি কোনো বাধা থাকে, তা জাতির সামনে প্রকাশ করতে হবে। জনগণ এখনো জাগ্রত রয়েছে। তারা অতীতে যেমন ফ্যাসিস্টদের উৎখাত করেছে, এবারও এসব বর্বরদের প্রতিহত করবে ইনশাআল্লাহ।”
এদিকে, এ বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের উদ্যোগে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
No comments