Header Ads

বিএনপির আয়োজনে সাংবাদিক নিয়ে বিতর্কিত মন্তব্য: মির্জা ফখরুলের নিন্দা

           

বিএনপির আয়োজনে সাংবাদিক নিয়ে বিতর্কিত মন্তব্য: মির্জা ফখরুলের নিন্দা



জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির এক অনুষ্ঠানে উপস্থাপক এক সাংবাদিককে ‘স্বৈরাচারের দোসর’ বলে আখ্যা দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১ জুলাই) মির্জা ফখরুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ ঘটনায় প্রতিবাদ জানান।

তিনি বলেন, “সম্প্রতি সাংবাদিক ও লেখক এহসান মাহমুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার চালানো হচ্ছে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার করছে। ২০২৩ সালের জুলাইয়ে, পতিত স্বৈরাচার সরকারের চাপে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চাকরিচ্যুত হন তিনি।”

মির্জা ফখরুল আরও বলেন, “ওই সময় আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের মুখে পড়ে দেশ ছাড়ার পরিস্থিতি তৈরি হলে, আমি নিজে তার জন্য বিদেশে আশ্রয়ের ব্যবস্থা করি। পরে সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজ তাকে চাকরি ও নিরাপত্তা নিশ্চিত করলে দেশত্যাগ করতে হয়নি।”

তিনি জানান, জুলাই-আগস্টের গণআন্দোলনের আগেও এহসান মাহমুদ সক্রিয়ভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছেন। রাজপথে ছিলেন, সভা-সেমিনার আয়োজনেও ভূমিকা রেখেছেন।

ফখরুল বলেন, “জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনে লেখালেখি ও রাজপথে সক্রিয় ছিলেন এহসান মাহমুদ। তার বিরুদ্ধে যে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, তার নিন্দা ও প্রতিবাদ জানাই।

No comments

Powered by Blogger.