Header Ads

বিতর্কিত কার্যকলাপের কারণে নীলাকে এনসিপির সদস্য করা হয়নি

                       
                                      

বিতর্কিত কার্যকলাপের কারণে নীলাকে এনসিপির সদস্য করা হয়নি



নীলা ইসরাফিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সম্পর্ক ছিন্ন করেছেন। সোমবার (২৮ জুলাই) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি পদত্যাগের ঘোষণা দেন। স্ট্যাটাসে নীলা লিখেন, “আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।

তবে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন দাবি করেছেন, নীলা এনসিপির কেউ ছিলেন না। তিনি বলেন, “নীলা নাগরিক কমিটিতে ছিলেন, তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছিলাম। তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে দলের মূল কাঠামোতে যুক্ত করা হয়নি।”

পদত্যাগের বিষয়ে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নীলা ইসরাফিল লিখেছেন, “এনসিপি (NCP) একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না। একজন নারীকে হেনস্তার পরও অপরাধীর পক্ষেই নীরবতা পালন করা হয়। এমন জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।”

তিনি আরও লেখেন, “একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করেছে যে ব্যক্তি, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সেই ব্যক্তি দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। এমন দল আর কোনো মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।”

নীলা ইসরাফিল ঘোষণা করেন, “আমি আজ থেকেই এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি প্রত্যাখ্যান (reject) করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও কখনো পিছপা হবো না।

No comments

Powered by Blogger.