২৬ দিনে রেমিট্যান্স এসেছে ২৩,৫৮৩ কোটি টাকা
চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১.৯৩ বিলিয়ন (১৯৩ কোটি) মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করলে, এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা। মাসের বাকি দিনগুলোতেও একই গতিতে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলে, জুলাই মাস শেষে এই অঙ্ক ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে এই অঙ্ক ছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার। এটি এক অর্থবছরে প্রাপ্ত সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের জুন মাসেই প্রবাসীরা ২.৮২ বিলিয়ন (২৮২ কোটি) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসার পরিমাণ বেড়েছে, যার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। সরকারের হুন্ডি প্রতিরোধে নেওয়া বিভিন্ন উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই এ সাফল্য এসেছে। ধারাবাহিকভাবে এ গতি বজায় থাকলে রিজার্ভ আরও বাড়বে বলেও তারা আশা প্রকাশ করেন।


No comments