Header Ads

জুলাই সনদের খসড়া প্রকাশে এনসিপির আপত্তি

                                

জুলাই সনদের খসড়া প্রকাশে এনসিপির আপত্তি


  
জাতীয় ঐকমত্য কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণপদ্ধতির কথা বললেও তা নিয়ে কোনো আলোচনা না করেই হঠাৎ করে ‘জুলাই সনদ’-এর খসড়া প্রকাশ করেছে—এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৯ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।

তিনি বলেন, “আমরা এই খসড়ার তীব্র বিরোধিতা করছি। যেহেতু আলোচনার পদ্ধতি নিয়েই এখনো আলোচনা হয়নি, সেখানে হঠাৎ খসড়া প্রকাশ করা গ্রহণযোগ্য নয়। এটি আমরা মেনে নিতে পারি না।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি, যেসব বিষয়ে ইতিমধ্যে ঐকমত্য হয়েছে, সেগুলোর আইনগত ভিত্তি নির্বাচনের আগেই নিশ্চিত করতে হবে। এবং সেই ভিত্তির ওপরই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।”

জাবেদ রাসিন জানান, র‍্যাঙ্ক চয়েস পদ্ধতির ভিত্তিতে বিচার বিভাগ থেকে আরও দুই সদস্য যুক্ত করে সাত সদস্যের একটি ভোট প্রদানকারী কমিটি গঠনের প্রস্তাব এসেছে। এ প্রস্তাবে এনসিপি একমত পোষণ করেছে। তার ভাষায়, “প্রায় সব রাজনৈতিক দল এই প্রস্তাবে সম্মত হয়েছে, কেবল বিএনপি ও তাদের কিছু মিত্র দল বাদে।”

তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বলেছি, যেসব মৌলিক সংস্কার ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভাঙা সম্ভব নয়, সেগুলোর বাস্তবায়ন না হলে জুলাই সনদে আমরা সই করব কি না, তা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ মোট ৩০টি রাজনৈতিক দল।

No comments

Powered by Blogger.