৩টি প্রক্রিয়ায় গড়মিল হলে দেশে আবারও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটলে দেশে আবারও জাতীয় বিপর্যয় নেমে আসতে পারে। তিনি বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি প্রক্রিয়া সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে। এর যেকোনো একটিতে ব্যর্থতা বড় ধরনের সংকট ডেকে আনতে পারে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মরণসভা’তে তিনি এসব কথা বলেন।
জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, “যারা হত্যাকাণ্ড চালিয়েছে, তারা যেন ন্যায্য শাস্তি পায়। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হওয়া জরুরি। এই প্রক্রিয়ায় জামায়াত সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।”
সরকার গঠনের সুযোগ পেলেও কিংবা বিরোধী দলে থাকলেও জামায়াতের ভূমিকাকে ‘স্পষ্ট, ন্যায়নিষ্ঠ ও সাহসী’ হিসেবে তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কেবল আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। নিজের বিবেক ও দেশের মানুষের কাছে আমরা দায়বদ্ধ। আমরা চাই, অন্যান্য রাজনৈতিক দলগুলোও একই ধরনের প্রতিশ্রুতি দিক।”
তিনি বলেন, “কে সরকার গঠন করবে, সেটি বড় বিষয় নয়। কিন্তু যারাই ক্ষমতায় আসুক, তারা যেন জাতির আমানত রক্ষা করে চলেন।”
কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এই আন্দোলনকে ঘিরে আওয়ামী লীগ যে মানবতাবিরোধী অপরাধ করেছে, তার বিচার হওয়ার আগেই কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। শহীদ পরিবারগুলোর সদস্যরাও এখনো কোনো বিচার দেখতে পাননি। তারা বলছেন, ‘যারা ভয়ংকর অপরাধ করেছে, তাদের অন্তত কয়েকজনের বিচার যেন চোখে দেখা যায়।’”
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, “সেই প্রতিবেদনে কিছু অপূর্ণতা ছিল। সেগুলো পূরণ করে সঠিক ও স্বচ্ছ বিচারের মাধ্যমে ন্যায় নিশ্চিত করতে হবে। আমাদের ওপর যে অন্যায় হয়েছে, আমাদের নেতাদের যেভাবে বিচারিক হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে—আমরা আর সেই দৃশ্য দেখতে চাই না। বিচার হতে হবে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক।


No comments