সংস্কারহীন একতরফা নির্বাচন জনগণ কখনই মেনে নেবে না: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারহীন একতরফা নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না এবং সেই নির্বাচনে এনসিপি অংশ নেবে না। তিনি বলেন, “জুলাই আন্দোলন আমাদের ভয় ভেঙে দিয়েছে, নির্ভয়ে কথা বলতে ও অধিকার আদায়ের পথ দেখিয়েছে।”
বুধবার (২ জুলাই) বিকেলে লালমনিরহাটের মিশন মোড় চত্বরে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশের আগে ঐতিহাসিক এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে একটি পদযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে এই পথসভা ও সমাবেশের আয়োজন করে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, “বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল শুধু সরকার পরিবর্তন নয়। রাজপথে ছাত্র-জনতা রক্ত দিয়েছে কোনো ফ্যাসিস্ট শক্তির হাত বদলের জন্য নয়।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের পর একটি নতুন রাষ্ট্রের সূচনা হয়েছে। কিন্তু গত এক বছরে কী পেলাম আমরা? এখন সেই হিসাবের সময় এসেছে। যারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে, তাদের বিচার হয়নি। যারা দুর্নীতির মাধ্যমে অর্থের পাহাড় গড়েছে, তাদেরও বিচার হয়নি। এখনো শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।”
তিস্তা নদীর পানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, “তিস্তার পানি না থাকায় কৃষকরা চাষাবাদ করতে পারছে না। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে তিস্তাকে মরুভূমিতে পরিণত করেছে। আমরা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করব এবং সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করব।”
উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্যের কথা তুলে ধরে তিনি বলেন, “গত ৫০ বছরে লালমনিরহাটসহ উত্তরবঙ্গের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। শুধু সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা এই বৈষম্য দূর করতে চাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। এনসিপি সেই লক্ষ্যেই কাজ করছে।”
সমাবেশটি সঞ্চালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এতে আরও উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার ও সহকারী মুখ্য সংগঠক রাসেল ইসলাম।
এর আগে সকালে এনসিপি নেতারা কুড়িগ্রামে পথসভা ও সমাবেশে অংশ নেন।
No comments