ইতালিতে কর্মী নিয়োগ: বাংলাদেশিদের জন্য বড় সুযোগ
প্রবাসজীবন যতই কষ্টকর হোক, ভাগ্য বদলের আশায় বাংলাদেশের বহু তরুণ এখনও প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখেন। এক সময় শুধু মধ্যপ্রাচ্যই ছিল প্রবাসীদের প্রধান গন্তব্য। কিন্তু সময় বদলে গেছে। এখন তরুণরা ইউরোপ ও আমেরিকার মতো উন্নত দেশগুলোতে ভবিষ্যত গড়তে আগ্রহী।
গত কয়েক দশকে ইউরোপ ও আমেরিকায় বাংলাদেশি প্রবাসীরা দক্ষতা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করে আস্থা অর্জন করেছেন। এই প্রেক্ষাপটে এবার ইউরোপগামী বাংলাদেশিদের জন্য বড় এক সুখবর দিল ইতালি সরকার।
ইতালি ঘোষণা দিয়েছে, তারা আগামী তিন বছরে (২০২৬-২০২৮) মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ বিদেশি কর্মী নিয়োগ দেবে। এই কর্মসূচির আওতায় বাংলাদেশসহ ৩৪টি দেশের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ থাকবে বলে জানানো হয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে।
সম্প্রতি ইতালি সরকার এই তিন বছরের কর্মী নিয়োগ পরিকল্পনার একটি রোডম্যাপ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ।
ইতালিতে কৃষি, শিল্প ও পর্যটনসহ কয়েকটি খাতে প্রতিবছর বিপুল সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয়। দেশটির শ্রম চাহিদার একটি বড় অংশ পূরণ হয় বিদেশি কর্মীদের মাধ্যমে।
সরকারি গেজেট অনুযায়ী, ২০২৬ সালে প্রথম ধাপে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন কর্মী নেওয়া হবে।
ইতালির শ্রম মন্ত্রণালয় ২০২৬ সালের জন্য আবেদন গ্রহণের সম্ভাব্য তারিখও জানিয়ে দিয়েছে:
-
১২ জানুয়ারি: কৃষি খাত
-
৯ ফেব্রুয়ারি: পর্যটন খাত
-
১৬ ফেব্রুয়ারি: স্থায়ী নিয়োগ ও স্ব-উদ্যোক্তা খাত
-
১৮ ফেব্রুয়ারি: দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীদের খাত
এই চারটি ক্যাটাগরির প্রতিটিতেই বাংলাদেশিরা আবেদন করতে পারবেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, অনেক বাংলাদেশি এবার সফল হবেন।
ইতালির এই উদ্যোগে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। উন্নত জীবনের আশায় ইতিমধ্যে অনেকে বিভিন্নভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছেন। কেউ কেউ স্পন্সর ভিসার মাধ্যমে সফল হয়েছেন, আবার অনেকে প্রতারণার শিকার হয়ে বিপদে পড়েছেন।
তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, এবার আবেদন করার সময় যেন সবাই সতর্ক ও সচেতন থাকেন।
ইতালির এই কর্মী নিয়োগ পরিকল্পনা প্রবাসী হতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য এক নতুন আশার আলো। যারা ইউরোপে স্থায়ীভাবে কাজ করতে চান, তাদের জন্য এটি হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ।
No comments