Subscribe to:
Post Comments
(
Atom
)
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।
তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে বলব—অবিলম্বে একটি জাতীয় নির্বাচনের আয়োজন করুন। দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণ ভোট দিতে মুখিয়ে আছে। দেশকে স্থিতিশীল করতে একটি গ্রহণযোগ্য, নির্বাচিত সরকারের বিকল্প নেই।”
বুধবার (২ জুলাই) নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন' নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন ফারুক আরও বলেন, “বহু সম্পদ ও সম্ভাবনায় ভরপুর আমাদের প্রিয় বাংলাদেশ গত ১৬ বছরেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের নিপীড়নে জর্জরিত। আওয়ামী দুঃশাসনে ভিন্নমতের মানুষদের ওপর নিপীড়ন চালানো হয়েছে। বিচারবহির্ভূত হত্যা, রিমান্ডে নির্যাতন, গুম-খুন, জেল-জুলুম, আয়নাঘর, অপহরণ, বাকস্বাধীনতা হরণ এবং সভা-সমাবেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তির পথে জাতিকে এগিয়ে নিয়ে যায় গত বছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান।”
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা আল ইউসুফ খান টিটু, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র মো. শরিফুল ইসলাম, আসাদুজ্জামান জুয়েল, সুজন শখী প্রমুখ।
No comments