Header Ads

পালানোর দুদিন আগে স্বজনদের নিয়ে যে সিদ্ধান্ত নেন শেখ হাসিনা

          

পালানোর দুদিন আগে স্বজনদের নিয়ে যে সিদ্ধান্ত নেন শেখ হাসিনা



ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

রোববার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, শেখ হাসিনা তার পদত্যাগের দুই দিন আগে, ২ আগস্ট, আত্মীয়স্বজনদের খুদে বার্তা পাঠিয়ে দেশ ছেড়ে পালাতে বলেছিলেন। এ কারণে তার কোনো আত্মীয় গ্রেপ্তার হয়নি, সবাই নিরাপদে দেশ ছেড়ে চলে গেছেন।

আন্দোলনের প্রসঙ্গে আলাল বলেন, এটি শুধু ছাত্রদের আন্দোলন ছিল না। ছাত্র-ছাত্রী, তাদের মা, এবং সাধারণ জনগণও এতে যুক্ত ছিলেন। এই আন্দোলনের পেছনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রেরণা ও শক্তি কাজ করেছে।

তিনি দাবি করেন, আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সবচেয়ে বেশি আহত এবং গুমের শিকারও বিএনপির পক্ষ থেকেই হয়েছেন। তবে এ নিয়ে বিএনপি কৃতিত্ব দাবি করে না বরং এটিকে নিজেদের দায়িত্ব বলে মনে করে।

পিআর পদ্ধতির নির্বাচন প্রসঙ্গে আলাল বলেন, দেশে এখন নতুনভাবে ‘রঙিলা বাক্স’ এসেছে, যেটা হলো পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন। তিনি দাবি করেন, যেসব দেশে এ পদ্ধতি চালু আছে, সেসব দেশের কোথাও স্থিতিশীল বা স্বাভাবিক গতির সরকার দেখা যায় না।

No comments

Powered by Blogger.