Header Ads

লজ্জায় মুখ তুলে তাকাতেও পারিনি, একটিও কথা বলতে পারলাম না

       

লজ্জায় মুখ তুলে তাকাতেও পারিনি, একটিও কথা বলতে পারলাম না


  

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, "জুলাই ঘোষণাপত্র নিয়ে এখন লজ্জায় পড়তে হচ্ছে।

শুক্রবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে জাহিদুল ইসলাম লিখেন, "জুলাই ঘোষণাপত্র কবে হবে? আজ রংপুরে ১০টি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি। তারা বলেছেন, ‘আমাদের স্বামী, সন্তান ও ভাইদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন, আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নও দেখছেন। সারা দেশে সভা-সমাবেশ, জনসংযোগ ও পদযাত্রা করছেন। অথচ ঘোষণাপত্র প্রকাশ হয় না কেন? শহীদের রক্ত বা শহীদ পরিবারের দাবির কি কোনো মূল্য নেই আপনাদের কাছে?’ এসব কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ছিলাম, কোনো উত্তর দিতে পারিনি।”

তিনি আরও লেখেন, “প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং ছাত্রদের প্রতিনিধি হিসেবে পরিচিত দুই উপদেষ্টার কাছে শহীদ পরিবারের পক্ষ থেকে প্রশ্ন—জুলাই ঘোষণাপত্র কবে হবে? কী সেই অদৃশ্য শক্তি, যার কারণে এটি প্রকাশ করা যাচ্ছে না?”

জাহিদুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, “খুব দ্রুত শহীদ পরিবারের এ প্রশ্নের উত্তর দেওয়া হবে। অন্যথায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আপনাদের অফিসে গিয়ে সরাসরি জবাব নেওয়া হবে, ইনশাআল্লাহ।

No comments

Powered by Blogger.