দেশে এখন জগাখিচুড়ির মতো অবস্থা : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বর্তমানে একটি জগাখিচুড়ি পরিস্থিতি চলছে। কিছু রাজনৈতিক দল আনুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির কথা বললেও, তারা নিজেরাই ভালোভাবে জানে না এই পদ্ধতি আসলে কী। তিনি বলেন, জনগণও পিআর পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে না।
শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে “ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই-২৪ বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জিয়া পরিষদ।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের যে ক্ষতি করেছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তারা বিচার বিভাগ, আইনব্যবস্থা, স্বাস্থ্যখাতসহ সবকিছু ধ্বংস করে দিয়েছে। শুধু তা-ই নয়, গত ১৫ বছরে তারা ভয়াবহ নির্যাতনের মাধ্যমে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর গঠনও ভেঙে দিয়েছে।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ২০১৬ সালে ‘ভিশন টুয়েন্টি থার্টিন’ ঘোষণা করেন। বর্তমানে টেলিভিশনের টকশোগুলোতে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, সেগুলোর অনেক কিছুই আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে ঘোষিত ৩১ দফার মধ্যে তুলে ধরেছেন। এই ৩১ দফার ভিত্তিতে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনা সম্ভব।
তিনি বলেন, সংস্কার কোনো একদিনে হয়ে যায় না। এটা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। আপনি আজকে চাইলেই কাল থেকে পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করে দেবে—এমনটা ভাবার কোনো সুযোগ নেই। বরং, এমন একটি সিস্টেম তৈরি করতে হবে, যাতে ঘুষ নেওয়ার পরিবেশই না থাকে।
বিএনপি নির্বাচনের পক্ষে কেন—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের শাসনব্যবস্থা পরিচালনার জন্য জনগণের প্রতিনিধি দরকার। প্রতিনিধি নির্বাচন করতে গেলেই কেউ কেউ বলে, বিএনপি শুধু নির্বাচনে যেতে চায়। আমরা নির্বাচন চাই, কারণ নির্বাচন ছাড়া প্রতিনিধি আসবে কোথা থেকে? আমরা সংসদে যাবো কীভাবে? আর সংসদে না গেলে জনগণের শাসনই বা প্রতিষ্ঠিত হবে কীভাবে?
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সততা। সততা ছাড়া বিএনপি জনগণের সামনে দাঁড়াতে পারবে না। আজকাল পত্রপত্রিকায় যেসব নেতিবাচক খবর আসে, সেগুলো বিএনপির বা জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে যায় না। সুতরাং, বিএনপির সঙ্গে যারা জড়িত, তাদের অবশ্যই জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে হবে। আর সবার আগে নিজেকে সৎ হতে হবে।


No comments