Header Ads

জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আহ্বান: জামায়াত আমির

            
                       

জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আহ্বান: জামায়াত আমির



বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেক পরিবারের সদস্যদের উপযুক্ত বিবেচনায় চাকরি দিতে হবে। তিনি বলেন, “শহীদ পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা অনুকম্পা নয়, বরং এটি তাদের প্রাপ্য অধিকার। পুনর্বাসনের অংশ হিসেবে চাকরির মাধ্যমে তাদের জীবনমান নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।”

শনিবার (২৬ জুলাই) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার বিষয়টি তিনি ‘কোটা’ বলতে রাজি নন। শফিকুর রহমান বলেন, “এটি কোটা নয়। কোটা হচ্ছে যুগের পর যুগ চৌদ্দগোষ্ঠীর কপালে ঝুলিয়ে রাখা সুযোগ-সুবিধা। শহীদ পরিবার তা দাবি করেনি, বরং এটি আমাদের কর্তব্য—আমরা তা তাদের হাতে তুলে দেব।”

তিনি আরও বলেন, “জুলাইযোদ্ধারা যদি জীবন না দিতেন, তাহলে হয়তো আমরা আজ কেরানীগঞ্জ বা কাশিমপুরে বন্দি হয়ে থাকতাম। তাদের অবদান কোনোভাবেই ভোলার নয়।”

এ সময় তিনি আক্ষেপ করে বলেন, “আজও জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি, এটি আমাদের অনুতাপের বিষয়। ঐকমত্য কমিশনে আলোচনা চললেও কার্যত কোনো অগ্রগতি নেই।”

জামায়াতের আমির বলেন, “আমরা জুলাই সনদ বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে আমরা ওয়াদাবদ্ধ। তাদের সম্মানজনক জীবন নিশ্চিত করতে প্রয়োজনে ভিক্ষাও করব, কিন্তু ন্যায়বিচার ও পুনর্বাসনে কোনো ছাড় দেব না।

No comments

Powered by Blogger.