Header Ads

সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে হাসনাত আব্দুল্লাহ

                            

সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে হাসনাত আব্দুল্লাহ




জাতি গঠনে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে ময়মনসিংহে এসে অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত তিনি ময়মনসিংহ নগরীর নেক্সাস (প্রাইভেট) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের ব্যবস্থাপক মৃদুল কুমার সরকার জানান, হাসনাত আবদুল্লাহ জ্বর, সর্দি, কাশি ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। শারীরিক পরীক্ষায় সব রিপোর্ট স্বাভাবিক পাওয়া গেছে। প্রায় তিন ঘণ্টা চিকিৎসা নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এর আগে টাউন হল মাঠে অনুষ্ঠিত গণজমায়েতে বক্তৃতা দেওয়ার পরই কিছুটা অসুস্থ বোধ করেন তিনি। নাহিদ ইসলামের বক্তব্য শুরুর আগেই তিনি মঞ্চ ত্যাগ করেন এবং নেতাকর্মীদের সহায়তায় নিরাপদে বেরিয়ে যান।

চিকিৎসকরা জানিয়েছেন, টানা বক্তৃতা দেওয়ায় তার গলায় ব্যথা ও কথা বলতে কষ্ট হচ্ছিল। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তাকে চিকিৎসা দিয়েছেন নেক্সাস হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. জহির মো. শরীফ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব ও জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য আলী হোসেন বলেন, কয়েক দিন ধরেই তিনি জ্বর-সর্দি ও কাশিতে ভুগছিলেন।

এনসিপির পদযাত্রা বাস্তবায়ন কমিটির যুগ্ম বাস্তবায়নকারী মাহমুদুল হাসান জানান, ময়মনসিংহে আসার পর থেকেই তিনি অসুস্থতা অনুভব করছিলেন। সভায় বক্তব্য শেষ করে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বৃষ্টিতে ভিজে বিভিন্ন সভায় অংশ নেওয়ায় তার ঠান্ডা-জ্বর দেখা দেয়।

চিকিৎসা শেষে রাত সাড়ে ৯টার দিকে হাসনাত আবদুল্লাহ ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন।

No comments

Powered by Blogger.