৩ আগস্ট ঢাকায় একত্রিত হচ্ছি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা নিরপেক্ষ প্রশাসন, পুলিশ ও আদালত চাই। এই প্রাতিষ্ঠানিক সংস্কার এখন সময়ের দাবি। ইনশাআল্লাহ, আমরা ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ আদায় করতে পারব। আগামী ৩ আগস্ট ঢাকায় আমরা জড়ো হব। ময়মনসিংহবাসীকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি—আপনারা যেন এ আন্দোলনে অংশ নিয়ে আমাদের পাশে থাকেন।
সোমবার (২৮ জুলাই) ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও পথসভা অনুষ্ঠিত হয়। সমাবেশটি নগরের টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে সেখানে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন করে মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। সংস্কার ও বিচারের দাবিতে এগিয়ে যেতে চাই। আমাদের নেতাকর্মীদের বলছি—জনগণের পাশে দাঁড়ান, তাদের সমস্যার সমাধান করুন, সামাজিক আন্দোলন গড়ে তুলুন। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। যেমনভাবে অতীতে আপনারা রাজপথে নেমেছিলেন, ঠিক সেভাবেই এবার সামাজিকভাবে সংগঠিত হোন। ইনশাআল্লাহ, ময়মনসিংহবাসী আপনাদের পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “দেশে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। ঐকমত্য কমিশন জানিয়েছে, ‘জুলাই সনদ’ আসবেই। আমরাও বলেছি, এটি অবশ্যই হতে হবে এবং ৫ আগস্টের মধ্যে আদায় করতে হবে। এই সনদের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন কমিশন, দুদক ও পিএসসিতে নিরপেক্ষ নিয়োগের জন্য একটি সাংবিধানিক কমিটি গঠন করতে হবে।”
নাহিদ ইসলাম বলেন, “আমরা জুলাই পদযাত্রায় নেমেছি, কারণ আমরা এখনো কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। তবে আমরা বিশ্বাস করি—যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে, তবে কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ গড়া সম্ভব।”
তিনি আরও বলেন, “ময়মনসিংহের ছাত্র-জনতা সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থান সফল করেছিল। এটি ৪১ শহীদের জেলা। এখানে কর্মসংস্থানের সুযোগ নেই। এ কারণে এখানকার অনেক মানুষ উত্তরা ও গাজীপুরে গিয়ে গার্মেন্টে কাজ করে। সেই গার্মেন্টকর্মী ভাই-বোনরাই এক সময় রাজপথে নেমে এসেছিলেন, যখন সাধারণ ছাত্রদের ওপর গুলি চালানো হচ্ছিল। সেই রিকশাচালক, সেই শ্রমিকরাও শহীদ হয়েছিলেন। তাদের ত্যাগেই আমরা আজকের বাংলাদেশ পেয়েছি।”
সভায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং ময়মনসিংহে শহীদ সাগরের বাবা মো. আসাদুজ্জামান প্রমুখ।
.jpg)

No comments