Header Ads

নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে

                         

নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে




বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আমাদের একটাই লক্ষ্য—আগামী ২৬ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে এক বৈঠকে দলের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না।

সোমবার (১৪ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। কর্মসূচিটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে এবং মিটফোর্ডসহ সারা দেশে হত্যাকাণ্ডগুলোর বিচার দাবিতে। এতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে অংশ নেয়।

মির্জা ফখরুল বলেন, মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল ও একটি ষড়যন্ত্রকারী চক্র দেশের রাজনীতিকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের চক্রান্ত নতুন নয়। ইতিহাস বলে, যখনই দেশের মানুষ অধিকার আদায়ে রাস্তায় নেমেছে, তখনই কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছে।

তিনি আরও বলেন, এই ষড়যন্ত্রের লক্ষ্য হচ্ছে—বাংলাদেশে যেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হয়, জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে।

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় তারেক রহমানের বিরুদ্ধে কথা বলা হয়েছে, স্লোগান দেওয়া হয়েছে। তারা ভেবেছিল এতে বিএনপি ভয়ে সরে যাবে। কিন্তু বিএনপি বারবার আঘাত সহ্য করে মাথা তুলে দাঁড়িয়েছে। বিএনপি হলো ফিনিক্স পাখির মতো—পুড়েও বারবার নতুন করে জেগে ওঠে।

তিনি বলেন, তারেক রহমান যখন দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছেন, কর্মসংস্থানের পরিকল্পনা করছেন, তখনই কিছু গোষ্ঠী আঘাত হানছে। এরা চায় দেশে ফের অস্থিরতা, বিভাজন আর গণতন্ত্রহীনতা ফিরিয়ে আনতে।

মির্জা ফখরুল বলেন, এই চক্রান্তকারীদের লক্ষ্য হচ্ছে—আবারও দেশে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করে গণতন্ত্রের কবর রচনা করা। কিন্তু আমরা জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেব।

তিনি আরও বলেন, একসময় ছাত্র-জনতার আন্দোলনে যে ফ্যাসিস্ট শাসককে আমরা বিতাড়িত করেছি, তাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা চলেছে। কিন্তু জনগণ কখনোই তা হতে দেবে না। আমরা সেই সামর্থ্য রাখি এবং জনগণকে সঙ্গে নিয়ে সেই চেষ্টাকে প্রতিহত করব।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আমাদের শান্ত থাকতে হবে। কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। তারা চাইছে আমরা উত্তেজিত হই, তারা যেই ফাঁদ পেতেছে, তাতে পা দিই। কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে। শান্তিপূর্ণভাবে আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাব।

তিনি বলেন, যখন তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নিশ্চিত করলেন—এবার নির্বাচন হবেই, তখন থেকেই সরকারপক্ষের মাথা বিগড়ে গেছে। তাই আমাদের আরও ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে।

No comments

Powered by Blogger.