২০২৬ বিশ্বকাপে রোনালদোর ইতিহাস গড়ার মঞ্চ সাজানো?
বয়স ৪০ হলেও থামছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসের অন্যতম সফল ও নিবেদিতপ্রাণ এই সুপারস্টার এখনও সামনে এগিয়ে চলেছেন নতুন লক্ষ্য নিয়ে। এবার তার ২০২৬ বিশ্বকাপে শিরোপা জয়ের সম্ভাবনার কথা জানালেন ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সাবেক কোচ রেনে মিউলেনস্টিন।
সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন রোনালদো। ফলে ৪২তম জন্মদিন পর্যন্ত পেশাদার ফুটবল খেলে যাওয়ার সুযোগ থাকছে তার সামনে। এই খবর শোনার পরই মিউলেনস্টিন বলেন,
‘এই বয়সেও রোনালদো খেলছেন, ফিট আছেন এবং বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন—এটা সত্যিই অসাধারণ। তিনি জানেন, সৌদি আরবে খেলা তার পরিবার ও জীবনযাত্রার সঙ্গে মানিয়ে গেছে। সে কারণেই সেখানে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।’
সৌদিতে টানা দুটি গোল্ডেন বুট জিতে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন রোনালদো। জাতীয় দলের হয়েও আছেন দারুণ ছন্দে। ইউরোপীয় নেশন্স লিগে পর্তুগালের শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দেশের হয়ে এখন পর্যন্ত ২২১ ম্যাচে করেছেন ১৩৮ গোল—যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। আর এবার তার লক্ষ্য ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা।
মিউলেনস্টিন বলেন,
‘রোনালদো সবসময় কোনো না কোনো লক্ষ্য সামনে রেখে খেলে। রেকর্ডের পেছনে ছুটতে সে ভালোবাসে। সৌদিতে খেলার অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাস দিচ্ছে। আর শিরোপা জেতার ক্ষুধা এখনো তার মাঝে আগের মতোই প্রবল।’
২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। সেখানে রোনালদো ছয়বারের মতো বিশ্বমঞ্চে নামবেন। পর্তুগাল দলের শক্তি, তরুণ প্রতিভা ও গভীরতা নিয়ে আশাবাদী তার সাবেক এই কোচ।
‘পর্তুগালের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আপনি রোনালদোর কাছ থেকে হয়তো আর ২৮ বছর বয়সী পারফরম্যান্স পাবেন না, কিন্তু তার অভিজ্ঞতা দিয়ে সে দলে বিশেষ ভূমিকা রাখতে পারে। পর্তুগাল এমন এক দল, যারা যেকোনো সময় সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছাতে পারে।’
জাতীয় দলে রেকর্ড গড়া, ক্লাব ফুটবলে ধারাবাহিকতা বজায় রাখা—সব মিলিয়ে রোনালদোর ক্যারিয়ার যেন পরিপূর্ণ। তবে বিশ্বকাপ ট্রফি এখনো অধরা। সেটিই তার ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা।
মিউলেনস্টিন মনে করেন,
সময় এখনো ফুরিয়ে যায়নি। রোনালদো এবং পর্তুগালের সামনে রয়েছে নতুন ইতিহাস গড়ার সুযোগ।
আর গোটা ফুটবল দুনিয়া তাকিয়ে থাকবে—রোনালদো কি পারবেন তার শেষ বিশ্বকাপে পূরণ করতে সেই ‘স্বপ্নের অপূর্ণতা’?


No comments