সোশ্যাল মিডিয়ায় ‘ইন্নালিল্লাহ’ লিখে বিমানবন্দরে অশ্রুসিক্ত নোরা ফাতেহি
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে মুম্বাই বিমানবন্দরে অঝোরে কাঁদতে দেখা গেছে। কালো সানগ্লাস পরেও চোখের জল লুকানো যায়নি। বিমর্ষ মুখে ক্যামেরাবন্দি হন তিনি। এর আগে রোববার (৬ জুলাই) ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে দুঃসংবাদ জানান নোরা।
স্টোরিতে তিনি লেখেন— “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। এই পোস্ট দেখার পর থেকেই ভক্তরা ধারণা করছেন, নোরা সম্ভবত তার কোনো কাছের মানুষকে হারিয়েছেন। তবে তিনি কাকে হারিয়েছেন, সে বিষয়ে কিছুই জানাননি।
স্টোরি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই নোরাকে মুম্বাইয়ের এয়ারপোর্টে দেখা যায়। সে সময় তিনি স্পষ্টতই ভেঙে পড়া অবস্থায় ছিলেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভক্তরা নোরার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসলে, তার নিরাপত্তাকর্মীরা তাদের সরিয়ে দেন।
নোরার এমন আবেগঘন মুহূর্ত দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং তার জন্য সহমর্মিতা প্রকাশ করছেন।
No comments