Header Ads

ভারতে ২৮ বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড

                          

ভারতে ২৮ বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড




বৃহস্পতিবার (১৭ জুলাই) তামিলনাড়ুর তিরুপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-২ এক রায়ে ২৮ জন বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে শাস্তি ঘোষণা করেন।

তামিলনাড়ু পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ জানুয়ারি পাল্লাদাম থানার পুলিশ আরুলপুরম এলাকার একটি বেসরকারি টেক্সটাইল কোম্পানির হোস্টেলে অভিযান চালায়। সেখানে অবৈধভাবে অবস্থান করা ২৮ জন বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতদের কাছে বৈধ ভিসা বা পাসপোর্ট ছিল না। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং দীর্ঘদিন ধরে অবস্থান করছে।

পুলিশ জানায়, এই ব্যক্তিরা কেউ ছয় মাস, আবার কেউ দশ বছর পর্যন্ত চেন্নাই ও তিরুপুর অঞ্চলে বসবাস করে আসছিল। তারা মুরুগামপালায়াম, ছেত্তিপালায়ামসহ বিভিন্ন এলাকার টেক্সটাইল কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় মামলা করা হয়।

বিচারক সি শ্রীধর রায়ে প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার রুপি জরিমানা করেন। রায়ে আরও বলা হয়, সাজা ভোগের পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, একই সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সফরে গিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।

No comments

Powered by Blogger.