Header Ads

জামায়াত দায়মুক্ত হয়েছে

         

জামায়াত দায়মুক্ত হয়েছে


 

 
সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তার রায় শুধু ব্যক্তিগত মুক্তি নয়, বরং জামায়াতে ইসলামীর ওপর আরোপিত দীর্ঘদিনের অপবাদ থেকেও দলটিকে মুক্ত করেছে।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমি গর্বের সঙ্গে বলছি—এই রায়ের মাধ্যমে শুধু এটিএম আজহারুল ইসলাম নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীও মুক্তি পেয়েছে। যারা এই আইনের অপব্যবহার করে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং জামায়াতকে কলঙ্কিত করেছে, তারা-ই প্রকৃত মানবতাবিরোধী অপরাধ করেছে।”

তিনি আরও বলেন, “আমি যাদের সঙ্গে রাজনীতি করেছি, আজ তারা কেউ জীবিত নেই। আমাদের আমির মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী সদস্য মীর কাসেম আলী সবাইকে মিথ্যা মামলায় বিচারিক হত্যার শিকার হতে হয়েছে। যাদের ফাঁসির রায় হয়েছিল, কিন্তু কার্যকর হয়নি, তাদেরও বিনা চিকিৎসায় কারাগারে মারা যেতে হয়েছে।”

তিনি বলেন, “পাঁচবারের নির্বাচিত এমপি মাওলানা আব্দুস সুবহান যদি সত্যি মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকতেন, তাহলে জনগণ তাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করত না। ইতিহাসে এমন কোনো নজির নেই।”

দীর্ঘ ১৭ বছর পর রংপুরে জনসভা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়।

‘জুলাই হত্যাকাণ্ডের বিচার’, ‘রাজনৈতিক সংস্কার’, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ’, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন’ এবং ‘মানবিক বাংলাদেশ গঠন’—এই পাঁচটি দাবিকে সামনে রেখে জনসভাটি আয়োজন করা হয়।

বিকেলে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের মধ্যেই মাঠ উপচে পড়ে হাজারো নেতাকর্মী ও সমর্থকে। দীর্ঘ সময় ধরে জমে থাকা আবেগ, ক্ষোভ ও প্রত্যাশা যেন জনসভায় নতুন মাত্রায় প্রকাশ পায়।

প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বক্তব্য দেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির শীর্ষ নেতারা।

No comments

Powered by Blogger.