Header Ads

বিশ্বরেকর্ড! এক ব্যাগের দাম সাড়ে ১২১ কোটি টাকা

         
          

বিশ্বরেকর্ড! এক ব্যাগের দাম সাড়ে ১২১ কোটি টাকা




 অভিনেত্রী জেন বারকিনের জন্য বিশেষভাবে তৈরি একটি আইকনিক ব্যাগ রেকর্ড ১০.০৪ মিলিয়ন ডলারে (৮৬ লাখ ইউরো) বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২১ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকা (প্রতি ডলার ১২১.৫৭ টাকা ধরে)। বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবিসের মাধ্যমে এই ব্যাগটি বিক্রি হয়।

বিংশ শতাব্দীর অন্যতম যুগান্তকারী ডিজাইনের ব্যাগটি ছিল ফ্যাশন আইকন হিসেবে পরিচিত জেন বারকিনের ব্যবহৃত একটি হার্মেস ব্যাগ। ব্যাগটির উৎপত্তির পেছনে রয়েছে একটি বিশেষ ঘটনা। ১৯৮৪ সালে একটি বিমানে ভ্রমণের সময় ফ্রাঙ্কো-ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা জেন বারকিন হার্মেসের তৎকালীন নির্বাহী জিন-লুই দ্যুমাসের পাশে বসে ছিলেন। সেই সময় তিনি বলেন, একজন তরুণ মা হিসেবে তিনি এমন একটি ব্যাগ খুঁজছেন, যা আড়ম্বরপূর্ণ কিন্তু একইসঙ্গে ব্যবহার উপযোগী।

তার কথায় অনুপ্রাণিত হয়ে দ্যুমাস সঙ্গে সঙ্গেই একটি আয়তাকার ব্যাগের নকশা আঁকেন, যেখানে শিশুর দুধের বোতল রাখার জন্য নির্দিষ্ট জায়গা রাখা হয়। পরে হার্মেস সেই ব্যাগটি বিশেষভাবে বারকিনের জন্য তৈরি করে এবং পরবর্তীতে এর ছোট সংস্করণ বাজারে ছাড়ে। এই ব্যাগটি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এবং হার্মেস ব্র্যান্ডের বিকাশে বড় ভূমিকা রাখে।

সাধারণ বারকিন ব্যাগগুলোর দাম ১০ হাজার ডলারের বেশি হলেও, জেন বারকিনের নিজস্ব এই ব্যাগটির বৈশিষ্ট্যে ছিল কিছু ভিন্নতা। সোথবিস জানিয়েছে, এবার ব্যাগটি একজন জাপানি ক্রেতা ফোনের মাধ্যমে কিনেছেন এবং এটি এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে দামি ফ্যাশন আইটেমগুলোর একটি।

সোথবিস ইউরোপ ও মধ্যপ্রাচ্যের হ্যান্ডব্যাগ এবং ফ্যাশন বিভাগের প্রধান অরেলি ভ্যাসি রয়টার্সকে বলেন, “এটি একটি ভ্রমণ ব্যাগ ছিল এবং জেন বারকিন প্রায় ৯ বছর ধরে এটি প্রতিদিন ব্যবহার করতেন। তবু ব্যাগটির আকৃতি এখনো চমৎকারভাবে অক্ষুণ্ণ আছে।”

তবে এটি ছিল না ব্যাগটির প্রথম নিলাম। ১৯৯৪ সালে জেন বারকিন নিজেই এটি এইচআইভি/এইডসের বিরুদ্ধে কাজ করা ফরাসি দাতব্য সংস্থা ‘সিডাকশন’-এর জন্য নিলামে তোলেন। পরে ২০০০ সালে ব্যাগটি আবার নিলামে তোলা হলে এক ফরাসি সংগ্রাহক তা কিনে নেন। এবার তৃতীয়বারের মতো ব্যাগটি নতুন মালিকের কাছে গেল, তবে এবার এক রেকর্ড দামে।

No comments

Powered by Blogger.