Header Ads

নির্বাচনের পূর্ণ প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

    
                

নির্বাচনের পূর্ণ প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার



 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নির্বাচন আয়োজনের পূর্বপ্রস্তুতি ও সংস্কার কার্যক্রম শেষ হলে রোজার আগেই নির্বাচন হতে পারে।

প্রেস সচিব আরও জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। এ লক্ষ্যে বাহিনীর সব সদস্যকে ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ শেষ করতে হবে। এ ছাড়া ১৮ থেকে ৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

এ প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূস আগেই ঘোষণা দিয়েছিলেন যে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর মধ্যে গত ১৩ জুন লন্ডনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এমন আভাস দেওয়া হয়। এরপর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী প্রস্তুতির আলোচনাও শুরু হয়েছে।

No comments

Powered by Blogger.