Header Ads

এনবিআর' নামটি বাতিল করা হচ্ছে: ফাওজুল কবির খান

       
                

এনবিআর' নামটি বাতিল করা হচ্ছে: ফাওজুল কবির খান




বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং রাজস্ব সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভাপতি ফাওজুল কবির খান জানিয়েছেন, এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) নামটি আর রাখা হচ্ছে না, কারণ এ নামের প্রতি মানুষের একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এর পরিবর্তে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব বাস্তবায়ন’ নামে দুটি পৃথক বিভাগ থাকবে এবং প্রতিটি বিভাগের জন্য আলাদা সচিব নিয়োগ দেওয়া হবে।

রবিবার সকালে সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, এনবিআর সংস্কার নিয়ে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, তাতে কিছু ভুল ও সমস্যা রয়েছে—বিশেষ করে শব্দগঠনে। উপদেষ্টা কমিটি সেগুলো সংশোধনের সুপারিশ করবে।

এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের প্রসঙ্গ টেনে ফাওজুল কবির খান বলেন, সেই আন্দোলন এক পর্যায়ে সরকারবিরোধী রূপ নিয়েছিল। এর লক্ষ্য ছিল দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা এবং রাজস্ব আহরণে বাধা সৃষ্টি করা।

তিনি বলেন, এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। সেই আস্থা ফিরিয়ে আনতে হলে তাদের নিজেদের কর্মতৎপরতার মাধ্যমেই তা প্রমাণ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি এখনও প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছালেও বর্তমানে এটি অনেকটাই গতিশীল হয়েছে।

No comments

Powered by Blogger.