Header Ads

নির্বাচনের স্বপ্নও দেখা যেত না গণঅভ্যুত্থান না হলে: নাহিদ ইসলাম

                      

নির্বাচনের স্বপ্নও দেখা যেত না গণঅভ্যুত্থান না হলে: নাহিদ ইসলাম


                                        

গণঅভ্যুত্থান না ঘটলে বর্তমান সরকার নির্বাচনের স্বপ্নও দেখত না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আরও চার বছর অপেক্ষা করতে হতো। এখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যে আমরা নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছি। অথচ আমরাই কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করেছি এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সরাতে পেরেছি।”

সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে শহরের তমালতলা থেকে ফৌজদারি মোড় পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, “আমরা নির্বাচন চাই, তবে তার আগে মৌলিক সংস্কার ও ন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সভায় এনসিপি অংশ নিয়েছে। সেখানে আমরা প্রস্তাব দিয়েছি, জাতীয় সংসদে একটি উচ্চকক্ষ থাকতে হবে, যেখানে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধি থাকবে। যদিও পিআর পদ্ধতিতে এই উচ্চকক্ষ গঠনের বিষয়ে এখনো ঐকমত্য হয়নি। যারা একমত নন, তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন আমাদের এই প্রস্তাবের সঙ্গে একমত হন।”

তিনি আরও বলেন, “আমরা চাই পুলিশ, প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার হোক। এমন একটি ব্যবস্থা চাই, যেখানে পুলিশ আর রাজনৈতিক দলগুলোর হাতিয়ার না হয়ে জনগণের হয়ে কাজ করবে। নির্বাচন কমিশন যেন কোনো দলের স্বার্থে কাজ না করে। আমাদের লক্ষ্য হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, যেখানে কেবল ক্ষমতার পরিবর্তন নয়, নীতিরও পরিবর্তন হবে।”

তিনি জানান, আগামী ৫ আগস্টকে সামনে রেখে বড় কর্মসূচি নেওয়া হয়েছে। তার আগে ‘জুলাই সনদ’ ঘোষণা প্রত্যাশা করা হচ্ছে। ৩ আগস্ট ঢাকায় জনসমাগম এবং ৫ আগস্ট তাৎপর্যপূর্ণভাবে উদযাপন করা হবে বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, “এই দেশের মানুষ শুধু সরকারের পরিবর্তনের জন্য রক্ত দেয়নি, তারা সত্যিকারের পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে। জামালপুরে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। এখানে বিভিন্ন সমিতির নামে ব্যাংক লুটপাটের মতো অর্থ আত্মসাৎ হয়েছে। এসব সমস্যার সমাধানে জাতীয় নাগরিক পার্টির পাশে থাকার আহ্বান জানাচ্ছি জামালপুরবাসীর প্রতি।”

পথসভায় এনসিপির যুগ্ম মহাসচিব ডা. তাসনিম জারা বলেন, “সংস্কার ও জুলাই সনদের দাবিতে আমরা এখানে এসেছি। যারা এ সংস্কারের পথে বাধা দেবে, তাদের দেশবাসী মনে রাখবে। রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন আনতেই হবে। আমরা বারবার প্রতারিত হয়েছি, এবার আর হবো না।”

তিনি বলেন, “জামালপুরে একটি মেডিকেল কলেজ আছে, কিন্তু ছাত্ররা সঠিকভাবে পড়তে পারছে না। এমন মেডিকেল কলেজ বাস্তবে কী কাজে লাগছে?”

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব বলেন, “ফ্যাসিস্ট সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। আমরা সবাই মিলে জনগণের অধিকার ফিরিয়ে আনব, সম্মিলিতভাবে লড়াই চালিয়ে যাব।”

পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও সময় স্বল্পতার কারণে বক্তব্য দেননি মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী, শামান্তা শারমিনসহ অনেকে।

No comments

Powered by Blogger.