Header Ads

টেনিস খেলোয়াড়কে গুলি করে হত্যা করলেন বাবা

 
    

টেনিস খেলোয়াড়কে গুলি করে হত্যা করলেন বাবা





ভারতের হরিয়ানার গুরুগ্রামে রাজ্য স্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রাধিকার বয়স ছিল ২৫ বছর। বৃহস্পতিবার সকালে গুরুগ্রামের বাসভবনে এ ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিজের বাবা লাইসেন্সপ্রাপ্ত রিভলভার দিয়ে রাধিকাকে গুলি করেন।

পুলিশ জানিয়েছে, এক সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বাবা-মেয়ের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাধিকার বাবা তাকে পরপর তিনটি গুলি করেন।

গুরুগ্রাম পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ কুমার বলেন, সোশ্যাল মিডিয়ার একটি রিল পোস্টকে কেন্দ্র করে বাড়িতে উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনার জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গুলিবিদ্ধ অবস্থায় রাধিকাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলভারটি বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাধিকা যাদব ২০০০ সালের ২৩ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি আন্তর্জাতিক টেনিস ফেডারেশনে নারী ডাবলসে ১১৩তম স্থানে ছিলেন। এছাড়া বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ডাবলসে তিনি শীর্ষ ২০০ জনের মধ্যেও অবস্থান করছিলেন।

হরিয়ানার নারী ডাবলস বিভাগে রাধিকা ৫ম স্থানে ছিলেন বলে জানা গেছে। তরুণ এই টেনিস খেলোয়াড় প্রতিভাবান হিসেবে পরিচিত ছিলেন এবং দ্রুত শীর্ষ পর্যায়ে উঠে আসছিলেন।

রাধিকা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও বানাতেন। কিন্তু এটিকেই কেন্দ্র করে বাবার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়, যা শেষমেশ ট্র্যাজেডিতে রূপ নেয়।

রাধিকার সাবেক কোচ মনোজ ভরদ্বাজ তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, “রাধিকা ছিলেন অত্যন্ত মনোযোগী, সুশৃঙ্খল ও প্রতিভাবান খেলোয়াড়। টেনিসের জন্য এটি একটি অপূরণীয় ক্ষতি। ভারত একজন ভবিষ্যৎ তারকাকে হারাল।

No comments

Powered by Blogger.