সেতু ধসে একের পর এক গাড়ি নদীতে তলিয়ে গেল
ভারতের গুজরাটে একটি ব্যস্ত সড়কে হঠাৎ ধসে পড়েছে একটি সেতু। এতে একের পর এক যানবাহন নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
বুধবার (৯ জুলাই) সকালে গুজরাটের ভদোদরা জেলার পাদ্রা তালুকায় গম্ভীরা-মুজপুর সেতুর একটি অংশ ধসে পড়ে। এ সময় দুটি ট্রাক, একটি বোলেরো এসইউভি এবং একটি পিকআপ ভ্যান মহিসাগর (মাহি) নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত তিনজন নিহত হন এবং আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
ভেঙে পড়া সেতুটি ভদোদরা ও আনন্দ জেলা সংযুক্ত করত। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ বিকট একটি শব্দ শোনা যায়, তারপরই সেতুর একটি অংশ ভেঙে পড়ে যানবাহনগুলো নদীতে তলিয়ে যায়।
দুর্ঘটনার পর দমকল বাহিনী, স্থানীয় পুলিশ এবং জেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধার কাজে স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।
এ ঘটনায় প্রশাসন এলাকা ঘিরে রেখেছে এবং সেতু ধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সেতুটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। এক বাসিন্দা বলেন, "অনেকবার সতর্ক করা হলেও সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা উপেক্ষা করা হয়েছে। এটি শুধু দুর্ঘটনার জন্য নয়, আত্মহত্যার স্থান হিসেবেও পরিচিত।"
কংগ্রেস নেতা অমিত চাভদা সামাজিক মাধ্যমে লিখেছেন, “আনন্দ ও ভদোদরা জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী গম্ভীরা সেতু ধসে পড়েছে। এতে অনেক যানবাহন নদীতে পড়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত উদ্ধার কাজ শেষ করে বিকল্প রাস্তা চালু করা।”
প্রশাসন জানিয়েছে, খুব শিগগিরই এলাকার অন্যান্য সেতুরও কারিগরি পরিদর্শন ও নিরাপত্তা অডিট করা হবে।
No comments