যারা মব গড়ে তুলেছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন?
পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে যেসব হত্যাকাণ্ড ঘটছে, সেগুলোতে সরকার নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে। যারা মব তৈরি করছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না—এই প্রশ্নও তোলেন তিনি।
শনিবার (১২ জুলাই) গুলশানে ‘জুলাই আন্দোলন’-এ শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তারেক রহমান বলেন, “পুরান ঢাকায় যে হত্যাকাণ্ড ঘটেছে, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, স্ক্রিনে যার বিরুদ্ধে হত্যার দৃশ্য দেখা গেছে, তাকে এখনো সরকার গ্রেপ্তার করেনি। তাহলে কি ধরে নিতে হবে, যারা মব তৈরি করে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের প্রতি সরকারের কোনো ধরনের প্রশ্রয় রয়েছে? প্রশাসনের কোনো অংশের প্রশ্রয় রয়েছে?”
তিনি আরও বলেন, “সরকার কেন ব্যর্থ হচ্ছে? আমাদের প্রশ্ন—তারা কেন এইসব অপরাধীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে?”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। প্রশাসনের ভেতর এখনো স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে, এবং নতুন ভূতেরও জন্ম হচ্ছে। সবাইকে সচেতন থাকতে হবে, না হলে দেশকে টিকিয়ে রাখা কঠিন হবে।”
তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সব ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ উদ্যোগ নেবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি কোনো ধরনের অপরাধীকেই প্রশ্রয় দেবে না।
No comments