Header Ads

গাজায় ৪৮ ঘণ্টার রক্তাক্ত তাণ্ডব

           
          

গাজায় ৪৮ ঘণ্টার রক্তাক্ত তাণ্ডব



গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে গাজা সরকারের মিডিয়া অফিসের বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা।

সরকারি মিডিয়া অফিস জানায়, এই সময়ের মধ্যে ইসরায়েল ২৬টি স্থানে পৃথক গণহত্যা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৮১ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৩৩ জন ছিলেন বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণকেন্দ্রে সহায়তা নিতে আসা ফিলিস্তিনি।

এছাড়া দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ জন নিহত হয়েছেন। গাজা শহরের পশ্চিমাঞ্চলে মুস্তাফা হাফেজ স্কুলে, যেখানে বহু বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন, সেখানে বোমা হামলায় ১৬ জন নিহত হন এবং অনেকে আহত হন।

স্কুলটিতে আশ্রয় নেওয়া আহমেদ মনসুর বলেন, “বিমান হামলার শব্দে ঘুম ভেঙে যায়। ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল সবকিছু। অনেকে বলেছে এটি ড্রোন হামলা, কিন্তু শব্দ ছিল ভয়ানক। ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে চারপাশে আগুন লেগে যায়। ঘণ্টার পর ঘণ্টা আমরা সাহায্য ছাড়াই পুড়ছিলাম। এখানে আমাদের বাঁচানোর কেউ নেই।”

গাজা মিডিয়া অফিসের বিবৃতিতে আরও জানানো হয়, গত ৪৮ ঘণ্টার আক্রমণগুলো ছিল আশ্রয়কেন্দ্র, বাস্তুচ্যুতদের অবস্থান এবং বেসামরিক বসতবাড়িকে লক্ষ্য করে। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ, বিশ্রাম এলাকা, পরিবারসহ বাড়ির ভিতর থাকা নাগরিক, বাজার এবং খাবারের খোঁজে বের হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।

No comments

Powered by Blogger.