Header Ads

এখান থেকে বেঁচে ফিরলে মুজিববাদকে দাফন করেই ফিরব: সারজিস

                  

এখান থেকে বেঁচে ফিরলে মুজিববাদকে দাফন করেই ফিরব: সারজিস


                          


গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে হামলার ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না।

বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে সারজিস আরও লিখেছেন, “গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের ওপর হামলা চালিয়েছে। অনেক পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না।”

সারা দেশের মানুষকে গোপালগঞ্জে এসে প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, “গোপালগঞ্জের বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনার আজই শেষ দিন।”

এর আগে, গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির পূর্বঘোষিত সমাবেশে হামলার ঘটনা ঘটে। সমাবেশ শেষে নেতা-কর্মীরা বের হওয়ার সময় তাঁদের ওপর ফের হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হন। সংঘর্ষের সময় গোপালগঞ্জ শহরে অবস্থান করেই এই ফেসবুক পোস্ট দেন সারজিস আলম।

No comments

Powered by Blogger.