Header Ads

তালাকের পর ২৫ কেজি দুধ দিয়ে কেন গোসল করলেন তরুণ?

                                

তালাকের পর ২৫ কেজি দুধ দিয়ে কেন গোসল করলেন তরুণ?




গাইবান্ধার সাদুল্লাপুরে তালাকের পর ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছেন হৃদয় মিয়া (২৫) নামের এক তরুণ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামের জমিদার বাজারে স্থানীয়দের সামনে ২৫ কেজি গরুর দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে হৃদয় মিয়া একই গ্রামের রিয়া মনিকে ২ লাখ ৮৫ হাজার টাকা মোহরানায় বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের সংসারে চলছিল দাম্পত্য কলহ ও মনোমালিন্য। শেষ পর্যন্ত উভয়পক্ষের সম্মতিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) তাদের তালাক সম্পন্ন হয়। তালাকের সময় স্ত্রীকে মোহরানার পুরো টাকা বুঝিয়ে দেন হৃদয়।

পরদিন তালাকের ‘আনুষ্ঠানিক সমাপ্তি’র প্রতীক হিসেবে হৃদয় মিয়া ২৫ কেজি গরুর দুধ কিনে জনসম্মুখে গোসল করেন। ঘটনাটি দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়।

এ বিষয়ে হৃদয় মিয়া বলেন, “বিয়ের পর থেকে অনেক অশান্তি সহ্য করেছি। শান্তিপূর্ণভাবে সংসার টিকিয়ে রাখতে চেষ্টার কমতি ছিল না। শেষ পর্যন্ত যখন সম্পর্কের ইতি টানতেই হলো, তখন নিজেকে শুদ্ধ করার প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করেছি, যেন মানসিকভাবে নতুনভাবে জীবন শুরু করতে পারি।”

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এটিকে ‘অতিরঞ্জিত নাটকীয়তা’ বললেও, অনেকে ঘটনাটিকে মানসিক চাপ থেকে মুক্তির একধরনের প্রতীকী প্রয়াস হিসেবে দেখছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

No comments

Powered by Blogger.