জামায়াত আমিরের শারীরিক অবস্থা এখন কেমন?
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি প্রথমে হঠাৎ মঞ্চে পড়ে যান। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এসে তাকে উঠিয়ে দাঁড় করান। তিনি কিছুক্ষণ পর আবার বক্তব্য শুরু করেন। তবে দ্বিতীয় দফায়ও অসুস্থ হয়ে পড়ে যান তিনি। এরপর তিনি মঞ্চে বসে থেকেই বক্তব্য চালিয়ে যান।
ঘটনাটি ঘটে শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে। এ সময় মঞ্চে উপস্থিত জামায়াতের চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা শুরু করেন। মঞ্চে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
জামায়াতের মিডিয়া শাখা থেকে জানানো হয়, আমিরে জামায়াতের রক্তচাপ ও রক্তে শর্করার (সুগার) মাত্রা স্বাভাবিক রয়েছে। তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
মঞ্চে বসে বক্তব্য দেওয়ার সময় ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহ আমার হায়াত যতটুকু রেখেছেন, তার এক মিনিটও বেশি আমি থাকতে পারব না। তাই আপনারা কেউ বিচলিত হবেন না।”
ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় গেলে দলের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, বরং সেবক হবে—ইনশাআল্লাহ।


No comments