কুমিল্লা থেকে ঢাকায় পাঠানো হল শতাধিক ব্যাগ রক্ত
সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে কুমিল্লা থেকে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স রক্ত নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় এবং রাত ১১টার দিকে রাজধানীতে পৌঁছে।
এর আগে বিকেল থেকেই কুমিল্লায় রক্ত সংগ্রহ শুরু হয়। এই উদ্যোগের পেছনে ছিলেন কুমিল্লার সাংবাদিক ও দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়। তার আহ্বানে সাড়া দিয়ে একাত্মতা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তাদের আহ্বানে সাড়া দিয়ে বাদুড়তলার সিটি ব্লাড ব্যাংকে হাজির হন শতাধিক রক্তদাতা। উদ্যোক্তারা জানিয়েছেন, বিশেষভাবে নেগেটিভ রক্ত সংগ্রহ করা হয়েছে।
আবুল কাশেম হৃদয় বলেন, “বিমান দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাদের আহত হওয়ার খবর দেখে স্থির থাকতে পারিনি। মনে হলো, কিছু একটা করতে হবে। সঙ্গে সঙ্গে হাজী আমিন উর রশিদ ভাইকে ফোন করলাম। তিনি সাড়া দিলেন। এরপর রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে সিটি ব্লাড ব্যাংকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আইস ব্যাগে রক্ত দিতে থাকেন। সেসব রক্ত ঢাকায় পাঠানো হয়েছে।”
হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “ছোট ছোট বাচ্চাদের ছবি দেখে চোখে পানি এসেছিল। তাই আমরা চেষ্টা করেছি তাদের জন্য কিছু করার। আহতদের সুস্থতার জন্য আমরা দোয়া করি। আর যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। মহান আল্লাহ যেন তাদের এই শোক সইবার শক্তি দেন।


No comments