যারা একসময় হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস দিত, তারাও এখন পিআর নির্বাচন চায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, "সোহরাওয়ার্দী উদ্যানে কয়েকদিন আগে কয়েকটি দল সমাবেশ করেছে। তারা নিম্নকক্ষ ও উচ্চকক্ষ—উভয় জায়গায় আনুপাতিক হারে নির্বাচন চায়। যারা একসময় চরের দল ছিল, যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে, তারাও এখন পিআর (Proportional Representation) ভিত্তিক নির্বাচন দাবি করছে।"
শনিবার (৫ জুলাই) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন বলেন, “যেসব দল জাতীয় নির্বাচনে প্রার্থী হলে জামানত হারাবে, তারাই এখন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) চায়। তারা আন্দাজে বক্তব্য দিচ্ছে—বলছে দেশের মানুষ পিআর চায়। কিন্তু, আনুপাতিক নির্বাচন আসলে কী, তা তারা নিজেরাই জানে না।”
তিনি এনসিপির নেতাদের উদ্দেশে বলেন, “তারা বলছে—মৌলিক সংস্কার না হলে, বিচার না হলে নির্বাচন করবে না। বলছে এই নির্বাচন কমিশন থাকলে ভোটে যাবে না, পরিস্থিতি ঠিক না হলে অংশ নেবে না। নির্বাচন করতে হলে কী কী করতে হবে, সেটা আমাদের পরামর্শ দিলেই তো হয়!”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলতেন। এখন কেউ যেন চেতনার কথা বলে রাজনৈতিক ফায়দা নিতে না চায়। চেতনা বিক্রি করবেন না। জুলাই আন্দোলনের কৃতিত্ব শুধু আপনাদের একার নয়। বিএনপির নেতাকর্মীদের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ—তা ভুলে গেলে চলবে না।”
তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত অনেকেই এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলছে, খাচ্ছে-দাচ্ছে, আবার সন্ধ্যায় চলে যাচ্ছে। সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে কেউ যদি বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, তবে তাদের সেই স্বপ্ন কখনও বাস্তব হবে না।”
শেষে তিনি বলেন, “নির্বাচনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার দ্রুত করুন। গণতন্ত্রের পথে নির্বাচন দিন। প্রয়োজনে আবারও গণতন্ত্রের জন্য বড় সংগ্রাম হবে।
No comments