Header Ads

ফেসবুকে রাশেদ খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট: ‘আরেকটি মব তৈরি হচ্ছে

                                            

ফেসবুকে রাশেদ খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট: ‘আরেকটি মব তৈরি হচ্ছে




গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আরেকটি ‘মব’ তৈরি করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “যতটুকু তথ্য পেয়েছি, আরেকটি মব তৈরি করা হচ্ছে। শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে লোকজনকে জমায়েত হতে বলা হচ্ছে। কে বা কারা এই কাজ করছে, তা অনুমান করা কঠিন নয়। অথচ এখন জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলছে। আলোচনার ভিত্তিতেই সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে। সেই প্রেক্ষাপটে শাহবাগ অবরোধ করে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে আন্দোলন সংগঠিত করার চেষ্টা কতটা যৌক্তিক?”

তিনি আরও লিখেন, “জুলাই যোদ্ধা কি কেবল ২০০ বা ১০০ জন মানুষ? সারা দেশে তো কোটি কোটি মানুষ জুলাই আন্দোলনে বিশ্বাসী। মুক্তিযুদ্ধ মঞ্চের মতো স্টাইলে রাজনীতি বন্ধ করুন। দেশের স্থিতিশীলতা নষ্ট করে আবার ১/১১ পরিস্থিতি তৈরি করতে চাইলে দেশবাসী তা প্রতিহত করবে, ইনশাআল্লাহ।”

রাশেদ খান বলেন, “ঐকমত্যের ভিত্তিতে সরকারের ঘোষিত সময়ে জুলাই সনদ ও ঘোষণাপত্র চাই। এটা নিয়ে পরিস্থিতি ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা আত্মঘাতী হবে। কারণ, ঘোলাটে পরিস্থিতিতে সবচেয়ে বেশি ফায়দা নেবে আওয়ামী লীগ। তাই ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখুন।”

তিনি দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “দেশকে অস্থিতিশীল করতে চাওয়া ভারতীয় ফাঁদ থেকে সবাইকে দূরে থাকতে হবে।

No comments

Powered by Blogger.